Shubman Gill: আইপিএলের ২২ গজে সেঞ্চুরি, এবার রুপোলি পর্দাতেও শুভমন-ম্যাজিক
Spider-Man: আজ মুক্তি পেল 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স'-এর ট্রেলার। এই ছবির মুখ্যচরিত্রে শোনা যাবে শুভমানের কন্ঠস্বর

কলকাতা: ২২ গজে যেমন তিনি ব্যাট হাতে সাবলীল শতরান হাঁকান, তেমনই সাবলীল তিনি সিনেমাতেও! নাহ.. একেবারে সরাসরি পর্দার সামনে না এলেও, এবার পর্দায় তাঁর কন্ঠস্বর শুনতে পারেন দর্শক। তিনি শুভমন গিল (Indian Cricketer Shubman Gil)। চলতি সিজনে গুজরাত টাইটান্সের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি। আর, আজ তিনি যখন নতুন ছবি স্পাইডার ম্যান (Spider Man)-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এলেন, তখনও তিনি ময়দানের মেজাজেই। চঞ্চল, ঝলমলে।
আজ মুক্তি পেল 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স'-এর ট্রেলার। এই ছবির মুখ্যচরিত্রে শোনা যাবে শুভমানের কন্ঠস্বর। এই ছবি মুক্তি পাচ্ছে ৯টি ভারতীয় ভাষায়। যার মধ্যে হিন্দি ও পাঞ্জাবি ভাষার জন্য পবিত্র প্রভাকরের চরিত্রে কণ্ঠ দিয়েছেন 'গুজরাত টাইটান্স' ওপেনার শুভমন গিল। আজ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন শুভমন।
এই প্রসঙ্গে ক্রিকেট তারকা বলেন, 'আমি স্পাইডারম্যান দেখে বড় হয়েছি, এবং এই সুপারহিরোর সঙ্গে একাত্ম বোধ করা যায়। যেহেতু সিনেমার মাধ্যমে এই প্রথম ভারতীয় স্পাইডারম্যান পর্দায় আত্মপ্রকাশ করবে, তাই হিন্দি এবং পাঞ্জাবি ভাষায় আমাদের ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকরের কণ্ঠস্বর হওয়া আমার জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা। এখনই নিজেকে কেমন অতিমানব মনে হচ্ছে। ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি।'
১০টি ভিন্ন ভাষায় মুক্তি পাচ্ছে 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স'। সকল ১০ ভাষায়, যার মধ্যে ৯টি ভারতীয়, ইতিমধ্যেই ট্রেলার মুক্তি পেয়েছে। ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম, বহু প্রতীক্ষিত এবং জনপ্রিয় হলিউড ফ্র্যাঞ্চাইজির ছবি প্রেক্ষাগৃহে ১০টি ভিন্ন ভাষায় মুক্তি পাবে। স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজি শুধুমাত্র ভারতীয় বক্স অফিসে অসাধারণ সাফল্য দেখেছে তাইই নয়, স্পাইডারম্যান দেশের সবচেয়ে প্রিয় সুপারহিরোও বটে, যার আবেদন যুগে যুগে বেড়ে চলেছে। যেহেতু গোটা দেশজুড়ে স্পাইডারম্যানের এই ধরনের অনুরাগী ভক্ত রয়েছে, নির্মাতারা তাকে সমস্ত ভারতীয়দের আরও কাছাকাছি নিয়ে আসার একটি অনন্য উপায় বের করেছেন। ছবিটিকে একটি প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র হিসেবে গড়ে তুলেছেন এবং ২০২৩ সালের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রগুলির মধ্যে এটি একটি হতে চলেছে। ইংরেজি ছাড়া 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স' হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়লম, গুজরাটি, মরাঠি, পাঞ্জাবি ও বাংলায় মুক্তি পাবে। ছবি মুক্তির তারিখ ২ জুন।
আরও পড়ুন: Summer Foods:প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি
আরও পড়ুন:Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?






















