Indian Idol Season 12 Final: প্রিয় প্রতিযোগীর উদ্দেশে ভিডিওবার্তা বিজয় দেবেরাকোন্ডার, উচ্ছ্বসিত সন্মুখাপ্রিয়া
বিখ্যাত দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন সন্মুখাপ্রিয়ার উদ্দেশে। কী বললেন তিনি ভিডিও বার্তায়?
মুম্বই: রাত ১২টা পর্যন্ত ১২ ঘণ্টা ব্যাপী 'গ্র্যান্ড ফিনালে' চলছে 'ইন্ডিয়ান আইডল ১২'-এর। অনুষ্ঠানের সেমি ফাইনাল পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ছয় প্রতিযোগীই আজ লড়ছেন সেরার শিরোপা ছিনিয়ে নিতে। অনুষ্ঠানের ছয় প্রতিযোগী হলেন পবনদীপ রাজন, অরুনিতা কাঞ্জিলাল, সন্মুখাপ্রিয়া, নীহাল তাউড়া, মহম্মদ দানিশ এবং সায়লি কাম্বলে।
অনুষ্ঠানের ফল ঘোষণা হতে এখনও কিছুক্ষণের অপেক্ষা। তবে তার আগেই মঞ্চে আনন্দে লাফিয়ে উঠলেন এবারের অন্যতম প্রতিযোগী সন্মুখাপ্রিয়া। কেন? বিখ্যাত দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন, তাও আবার সন্মুখাপ্রিয়ার উদ্দেশে। কী বললেন তিনি ভিডিও বার্তায়?
সন্মুখাপ্রিয়ার 'সুপার ফ্যান' অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। পছন্দের প্রতিযোগীর জন্য পাঠালেন বিশেষ শুভেচ্ছা। শুধুই এখানেই শেষ নয়? অনুষ্ঠান শেষ হলে প্রিয় প্রতিযোগীকে হায়দরাবাদ আসার আমন্ত্রণও জানান দক্ষিণী সুপারস্টার। একইসঙ্গে ভিডিও বার্তায় তিনি নিজের ছবিতে সন্মুখাপ্রিয়াকে গান গাওয়ার অফারও দিয়েছেন তিনি। এমন কথা শুনে কার না আনন্দ হবে বলুন? আনন্দে আত্মহারা সন্মুখাপ্রিয়া মঞ্চে লাফিয়ে ওঠেন। চোখে-মুখে মুগ্ধতা।
প্রসঙ্গত উল্লেখ্য, বারো ঘণ্টা ব্যাপী এই পর্বের শ্যুটিং বিভিন্ন দফায় আগেই করে রাখা ছিল। তবে অনুষ্ঠানের বিজয়ীর নাম ঘোষণা করা হবে মধ্যরাতে। অনুষ্ঠানের সঞ্চালনা করছেন জয় ভানুশালী ও আদিত্য নারায়ণ। অনুষ্ঠানের বিচারকেরাও তাঁদের দুর্দান্ত পারফরম্যান্সে মন জয় করেছেন দর্শকদের।
'ইন্ডিয়ান আইডল ১২'-এর সেমি ফাইনালে বিশেষ অতিথি হয়ে আসেন পরিচালক কর্ণ জোহর। সেখানে সন্মুখাপ্রিয়ার গলায় 'কুরবান হুয়া' শুনে আপ্লুত হয়ে যান কর্ণ। শুধু তাই নয়। সন্মুখাপ্রিয়া সম্প্রতি অনলাইন ট্রোলিংয়ের শিকার হয়েছেন। তাঁর জন্য কর্ণ জোহর উপদেশ দেন, ওসবে কান না দিয়ে, গানে ফোকাস করা উচিত।
অন্যান্য সিজনের প্রতিযোগীরা তো থাকছেনই, এই 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফাইনাল' অনুষ্ঠানের মঞ্চ মাতাতে হাজির বিভিন্ন অতিথি। অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী সম্প্রতি 'ইন্ডিয়ান আইডল ১২' টিমের সঙ্গে স্পেশ্যাল এপিসোডের শ্যুটিং শেষ করেন। ওটিটিতে তাঁদের 'শেরশাহ' ছবি মুক্তি পেয়েছে। এছাড়াও মঞ্চ আলো করতে উপস্থিত বিখ্যাত সঙ্গীতশিল্পী জাভেদ আলি, উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক, সুখবিন্দর সিংহ।