Indian Idol Winner: 'ইন্ডিয়ান আইডল' হলেন বাংলার মেয়ে, সুরের জাদুতে ট্রফি আর মন দুই-ই জিতলেন মানসী
Indian Idol Winner Manasi Ghosh: জয়ের খবর যেন এখনও বিশ্বাসই করতে পারছেন না মানসী

কলকাতা: শিরোপা এল বাংলায়। ‘ইন্ডিয়ান আইডল ১৫’ (Indian Idol 15) –এর বিজেতা হলেন মানসী ঘোষ (Manasi Ghosh )। শুধু খেতাব আর ট্রফি নয়, পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ২৫ লক্ষ টাকাও। শুভ্রজিৎ চক্রবর্তী ও স্নেহা শঙ্কর পরাজিত হয়েছেন মানসীর কাছে। তাঁরা দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন। এক্স অ্যাকাউন্ট থেকে (সাবেক ট্যুইটার) সোনি টিভি খবরটি ঘোষণা করেছে। সঙ্গে শেয়ার করে নিয়েছে মানসীর একটি ছবি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘কয়েক সপ্তাহের মিউজিক, ম্যাজিক এবং মুহূর্তের পর-মানসী শুধু একটি শিরোপা জেতেননি, উনি লক্ষ লক্ষ মানুষের জিতেছেন’।
জয়ের পরে, মানসী বলেছেন, তিনি এখনও বুঝতে পারেননি যে তিনি জয়ী হয়েছেন। মানসী এর আগে সুপার সিঙ্গার সিজন ৩-এ দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। ‘ইন্ডিয়ান আইডল’ জেতার বিষয়ে কথা বলতে গিয়ে সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে মানসী বলেন, ‘আমার পরিবারের সবাই এখানে ফাইনালের জন্য এসেছিলেন। সবাই কাঁদছিল, আনন্দ করছিল। কিন্তু জয়ের পরে আমার প্রথম প্রতিক্রিয়া কী হওয়া উচিত, সেটা আমি বুঝতেও পারিনি। কিন্তু আমরা সবাই খুব খুশি। জীবন একেবারে বদলে গিয়েছে। এটি একটি জাতীয় মঞ্চ, তাই আমি সর্বত্র থেকে প্রচুর ভালবাসা এবং আশীর্বাদ পেয়েছি।’
মানসী আরও বলেছেন, তিনি কীভাবে পুরস্কারের অর্থ ব্যবহার করার পরিকল্পনা করছেন। তাঁর কথায়, ‘আমি পুরস্কারের অর্থ থেকে কিছু পরিমাণ আমার স্বাধীন মিউজিকের জন্য ব্যবহার করতে চাই আর একটা গাড়ি কিনতে চাই।’ শো-এর আগে মানসীর সঙ্গে তাঁর বাবা মায়ের একটি আবেগঘন মুহূর্ত দেখানো হয়েছিল। সেখানে মানসীর বাবা মা বলেছিলেন, কঠিন সময়ে মানসী কীভাবে সংসারের হাল ধরেছিল। তাঁর বাবা মা জানিয়েছেন যে মানসী কথা দিয়েছেন, তাঁদের নাকি অনেকগুলো বাড়ি কিনে দেবেন।
ইন্ডিয়ান আইডল ১৫- এর সঞ্চালনা করেছিলেন আদিত্য নারায়ণ এবং বিচারকরা ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি এবং বাদশাহ। মিকা সিংয়ের সঙ্গে বিশেষ অতিথি ছিলেন শিল্পা শেট্টি ও রবিনা টন্ডন। বাংলার তারকারাও মানসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
Huge congratulations to Manasi Ghosh on winning Indian Idol Season 15! What a voice, what a journey! Truly well deserved — you made every performance count.#indianidol #indianidol15 #vishaldadlani #shreyaghoshal #badshah #adityanarayan #manasighosh pic.twitter.com/DtsIhUo5dE
— Indian Idol Season 15 (@Indian__Idol) April 6, 2025






















