Samay Raina: সময় রায়নার সাময়িক স্বস্তি, মুম্বই পুলিশের নতুন নির্দেশ কমেডিয়ানকে
India's Got Latent: ইউটিউবে কমেডিয়ান সময় রায়নার শো India's Got Latent- এর একটি এপিসোডে আসা রণবীর এলাহাবাদিয়া ওরফে বিয়ারবাইসেপসের মন্তব্য ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক। এক সপ্তাহে ২ বার সমন পেয়েছেন সময়।

Samay Raina: সাময়িক স্বস্তি পেলেন কমেডিয়ান সময় রায়না। দ্বিতীয়বারের জন্য সময়কে তলব করেছিল মুম্বই পুলিশ। প্রথমে বলা হয়েছিল সমনের চারদিনের মধ্যে হাজিরা দিতে হবে তাঁকে। তবে অবশেষে সেই মেয়াদ বাড়ানো হয়েছে। ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে কমেডিয়ানকে। তার মধ্যে মহারাষ্ট্রের সাইবার সেলের সমনের জবাব দিতে হবে সময় রায়নাকে। মুম্বই পুলিশের তলবে হাজিরা দিয়ে বয়ান দিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে সময়। সেখানে শো রয়েছে তাঁর। ১৭ মার্চ দেশে ফেরার কথা তাঁর। তাই আগেই সময়ের আইনজীবী মুম্বই পুলিশের কাছে সময় চেয়েছিলেন। সেই আবেদন মঞ্জুর হয়েছে। তবে ১০ মার্চের মধ্যে সময় রায়নাকে হাজিরা দিতে বলেছে মুম্বই পুলিশ। এখন দেখার আগামী দিনে কী পদক্ষেপ নেন এই কমেডিয়ান। এক সপ্তাহের মধ্যে দু'বার মহারাষ্ট্রের সাইবার শাখার তরফে সমন পেয়েছেন সময় রায়না।
বিতর্কে সূত্রপাত এই কমেডিয়ানের ইউটিউব শো India's Got Latent - এর একটি এপিসোড থেকে। সেখানে প্যানেলিস্ট হিসেবে হাজির ছিলেন ইউটউবার বিয়ারবাইসেপস, যাঁর আসল নাম রণবীর এলাহাবাদিয়া। পডকাস্ট শো- এর হোস্ট বা সঞ্চালক হিসেবেও দারুণ জনপ্রিয় রণবীর। তাবড় তাবড় লোকজন অতিথি হয়ে এসেছেন রণবীর এলাহাবাদিয়ার পডকাস্ট শো- তে। কিন্তু সম্প্রতি সাংঘাতিক বিতর্ক শুরু হয়েছে এই ইউটিউবারকে নিয়ে।
India's Got Latent - এ এসে কী বলেছিলেন রণবীর এলাহাবাদিয়া
এই শো- তে আসা এক প্রতিযোগীকে রণবীর জিজ্ঞেস করেছেন, “Watch your parents have sex every day for the rest of your life. Or would you join in once and stop it forever?" রণবীর এলাহাবাদিয়ার এই মন্তব্যের ভিডিও ক্লিপিং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। আর তারপরই শুরু হয়েছে বিতর্ক। একাধিক রাজ্যে এফআইআর দায়ের হয়েছে রণবীরের বিরুদ্ধে। সেই সঙ্গে ইউটিউবের শো India's Got Latent - এর সঞ্চালক সময় রায়নার নামও জড়িয়েছে বিতর্কে।
ইতিমধ্যেই সময় তাঁর শো- এর যাবতীয় ভিডিও ডিলিট করেছেন। কিন্তু তাতে জনতার রোষ একটুও কমেনি। বরং রোজ একটু একটু বাড়ছে ক্ষোভার আঁচ। শুধু সময় রায়না কিংবা রণবীর এলাহাবাদিয়া নন, ওই শো- এর নির্দিষ্ট এপিসোডের প্যানেলিস্ট হিসেবে হাজির থাকা ইউটিউবার এবং কনটেন্ট ক্রিয়েটর আশিস চাঞ্চলানি, অপূর্বা মাখিজা, রঘু রাম- সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনের বয়ানও রেকর্ড করেছে মুম্বই পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
