'Soch' Movie Update: চলচ্চিত্র উৎসবে হাজির জয়া শীল ঘোষ ও সাহেব চট্টোপাধ্যায়ের 'সোচ'
'Soch' Movie Update: সপ্তম বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হল 'সোচ'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া শীল ঘোষ, সাহেব চট্টোপাধ্যায় এবং শর্মিলা সেন।
কলকাতা: সপ্তম বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে (Bengal International Short Film Festival) মনোনীত হল ইন্দিরা ধর মুখোপাধ্যায় (Indira Dhar Mukhopadhyay) পরিচালিত হিন্দি ছবি 'সোচ' (Soch)। নন্দনে (Nandan) অনুষ্ঠিত হচ্ছে এই ফেস্টিভ্যাল। সেখানেই দেখানো হল এই ছবি।
চলচ্চিত্র উৎসবে 'সোচ'
সপ্তম বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হল 'সোচ'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া শীল ঘোষ, সাহেব চট্টোপাধ্যায় এবং শর্মিলা সেন।
এই ছবিতে নৃত্যশিল্পীর চরিত্রেই দেখা যাবে জয়া শীল ঘোষকে। ছবিতে সমাজের একটি দিক তুলে ধরা হয়েছে। 'সোচ' অনেক নারীর নিত্যদিনের গল্প বয়ে নিয়ে চলেছে।
View this post on Instagram
কী বলছেন পরিচালক?
ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের কথায়, 'বিভিন্ন চলচ্চিত্র উৎসবে 'সোচ' ইতিমধ্যেই সকলের প্রশংসা পাচ্ছে। বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আমার ছবি মনোনীত হয়েছে, তাতে আমি আপ্লুত। জয়া দি, সাহেব দা, এঁদের ছাড়া কোনও কিছুই সম্ভব হত না। 'সোচ' আরও এগিয়ে যাক, ভালবাসা পাক এটাই চাই। আমার ছবি 'দ্য গ্রিন উইন্ডো'-তেও জয়া দি অভিনয় করেছেন। তিনি অসাধারণ নৃত্যশিল্পী এবং অভিনেত্রী।'
ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন বিক্রম ঘোষ এবং সম্পাদনা করেছেন শুভ্র রায়।
আরও পড়ুন: Rathijit Bhattacharjee: 'সা -রে -গা -মা-পা' খ্যাত রথীজিতের জীবনে নতুন 'সর্বনাশী'! জানুন বিস্তারিত