ACP Pradyuman: দর্শকদের দাবি মাথায় রেখেই পরিকল্পনা, 'সিআইডি'-তে ফিরছেন এসিপি প্রদ্যুমন?
ACP Pradyuman in CID: সূত্রের খবর, দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে এসিপি প্রদ্যুমনকে ফের ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন নির্মাতারা।

কলকাতা: এ যেন আর্থার কোনাল ডয়েলের লেখা শার্লক হোমসের (Sherlock Holmes) কথা মনে করিয়ে দেয়। শার্লক হোমসের জনপ্রিয়তা সেই সময়ে তুঙ্গে। একের পর এক বই বেরোচ্ছে, বিক্রি হচ্ছে জোরকদমে। বিভিন্না ভাষায় বইগুলি অনুবাদ হয়ে ছড়িয়েও পড়ছে বিভিন্ন দেশে। কাল্পনিক চরিত্র শার্লক হোমস তখন যেন সবার স্বপ্ন পুরুষ। তাঁর রহস্য সমাধানের ক্ষমতায় বুঁদ গোটা দুনিয়া। এমন সময় গল্পের লেখক মনে করলেন, শার্লক হোমসকে তিনি মেরে ফেলবেন। শেষ করবেন সিরিজটি। যেমন ভাবা তেমন কাজ। একটি গল্পে প্রকাশিত হল যে শার্লক হোমস মারা গিয়েছেন। খবর ছড়িয়ে পড়তেই, রীতিমতো প্রতিবাদ শুরু হল গোটা বিশ্বে। সেই সময়ে সোশ্যাল মিডিয়া ছিল না। ব্রিটেনে শার্লক হোমসের মৃত্যুর প্রতিবাদ জানাতে, মাথায় কালো কাপড় বেঁধে ঘোরাফেরা করতে লাগলেন অনেকেই। জনরোষের জোর এতটাই ছিল যে লেখক শার্লক হোমসকে ফিরিয়ে নিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। গল্পে ছিল, শার্লক হোমস একটি খাদে পড়ে মারা যাবেন। লেখক পরের গল্পে দেখিয়েছিলেন, তিনি একেবারে নীচে পড়ে যাননি। একটি গাছ ধরে বেঁচে যান। শার্লক হোমসের প্রত্যাবর্তনে যেন উৎসবের আমেজ ছিল পাঠকদের মধ্যে।
এই ঘটনার সঙ্গে যেন হুবহু মিলে যাচ্ছে, জনপ্রিয় ক্রাইম থ্রিলার ধারাবাহিক সিআইডি (CID)। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিকের অন্যতম মুখ্য চরিত্র ছিলেন এসিপি প্রদ্যুমন (ACP Pradyuman)। এই ভূমিকায় অভিনয় করতেন শিবাজী সত্যম (Shivaji Satam)। কিন্তু সদ্য মুক্তি পাওয়া এপিসোডে দেখানো হয়েছে একটি বোমা বিস্ফোরণে এসিপি প্রদ্যুমন মারা যান। এই এপিসোড শ্যুটিং হওয়ার পর থেকেই খবর ছড়িয়ে পড়েছিল। অবশেষে সেই এপিসোড সম্প্রচারিত হওয়ায় কার্যত মন ভেঙে যায় দর্শকদের। সোশ্যাল মিডিয়া প্লাবিত হয়ে যায় বিভিন্ন মন্তব্যে। তার ওপরে কার্যত গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়ায় নতুন এসিপি-র প্রবেশ। সিআইডি-তে নতুন এসিপি হিসেবে দেখা যায় পার্থ সামথন (Parth Samthaan)-কে। এই অভিনেতা সিআইডি-তে আসার পরে, দর্শক একেবারেই তাঁকে ভালভাবে নেননি। প্রত্যেকেই দাবি জানাচ্ছেন এসিপি প্রদ্যুমনকে আবার ফিরিয়ে আনার।
সূত্রের খবর, দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে এসিপি প্রদ্যুমনকে ফের ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন নির্মাতারা। ইতিমধ্যেই নাকি এসিপি প্রদ্যুমনের ফিরে আসার এপিসোড পরিকল্পনা করে ফেলেছেন তাঁরা। দেখানো হবে এসিপি প্রদ্যুমন বোমা বিস্ফোরণে মারা যাননি। তিনি আবার ফিরে আসবেন। তবে শিবাজী সত্যম কিছুদিনের জন্য সিআইডি থেকে একটি বিরতি চেয়েছিলেন। দর্শকের আশা, সেই বিরতি শেষ হলে তিনি আবার ফিরে আসবেন সিআইডি-তে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
