Ipsita Arnab Marriage: আংটিবদলে পাশাপাশি, ঈপ্সিতার সঙ্গে ছবি শেয়ার করে আশীর্বাদ চাইলেন অর্ণব
আঙুলে জ্বলজ্বল করছে হিরের আংটি। যদিও হিরের সেই দ্যুতিকে ছাপিয়ে যাচ্ছে তাঁদের মুখের হাসি।ঈপ্সিতা মুখোপাধ্যায় ও অর্ণব বন্দ্যোপাধ্যায়। সদ্য আইনি বিয়ে সেরেছেন টেলিপাড়ার এই জুটি।
কলকাতা: আঙুলে জ্বলজ্বল করছে হিরের আংটি। যদিও হিরের সেই দ্যুতিকে ছাপিয়ে যাচ্ছে তাঁদের মুখের হাসি। ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipsita Mukherjee) ও অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)। সদ্য আইনি বিয়ে সেরেছেন টেলিপাড়ার এই জুটি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি আগেই ভাগ করে নিয়েছিলেন ঈপ্সিতা। এরপর সোশ্যাল মিডিয়ায় আইনি বিয়ের মুহূর্ত ভাগ করে নেন অর্ণবও।
সোশ্যাল মিডিয়ায় আংটিবদলের ছবি ভাগ করে নিয়েছেন অর্ণব। সেখানে অর্ণব আর ঈপ্সিতার গলায় রজনীগন্ধার মালা, হাতে হিরের আংটি। অর্ণব লিখছেন, "A happy marriage is a long conversation that always seems too short " - Andre Maurois। ঈপ্সিতাকে ট্যাগ করে অনুরাগীদের কাছে আশীর্বাদ চেয়েছিলেন অর্ণব।
শনিবার আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় ও অর্ণব বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি মাত্র ছবি ভাগ করে নিয়েছেন ঈপ্সিতা। ভরাট চিকন কাজের পাঞ্জাবিতে সেজেছেন অর্ণব। লালের বদলে ঈপ্সিতাও বেছেছিলেন হালকা সোনালি শাড়ি, সঙ্গে হালকা সোনার গয়না। মাথার খোঁপা আর কপালের লাল টিপে তাঁর সাজ পরিপূর্ণ। সোশ্যাল মিডিয়ায় ছবিটি আপলোড করে ঈপ্সিতা লেখেন, 'মিস্টার ও মিসেস বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ভালোবাসা।' সেইসঙ্গে হ্যাশট্যাগে অভিনেত্রী জুড়ে দেন এনগেজড ও ম্যারেড শব্দই। আইনি বন্ধনে বাঁধল প্রেম, রেজিস্ট্রি সারলেন ঈপ্সিতা অর্ণব।
আরও পড়ুন: স্থগিত নয়, নির্ধারিত দিনেই মুক্তি পাবে 'ভুল ভুলাইয়া টু'
এই ছবি প্রকাশ্যে আসতেই কমেন্টবক্স ভরেছে শুভেচ্ছায়। নিজের প্রোফাইলে এই ছবি ভাগ করে নিয়ে শুভেচ্ছা জানিয়েছে অভিনেত্রী ঈশী ভট্টাচার্য্য। ধারাবাহিক 'শ্রীময়ী'-তে জনপ্রিয় ছিল অর্ণব আর ঈশীর জুটি। পর্দার নায়কের বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন পর্দার 'দিঠি'। তবে কেবল ঈশী নয়, গৌরব চক্রবর্তী থেকে শুরু করে অনিন্দিতা রায়চৌধুরী, মিসমী দাস, শুভেচ্ছাবার্তায় নতুন জুটিকে ভরিয়েছেন সবাই। আজ অর্ণবের ছবিতেও শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। অনুরাগী থেকে শুরু করে সহকর্মী, প্রত্যেকের শুভেচ্ছাবার্তাতেই ভাসছে টলিউডের নতুন জুটি।