![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bhool Bhulaiyaa 2: স্থগিত নয়, নির্ধারিত দিনেই মুক্তি পাবে 'ভুল ভুলাইয়া টু'
হরর কমেডি 'ভুল ভুলাইয়া টু' নিয়ে খুবই উত্তেজিত দর্শকেরা। প্রথম ছবির সাফল্যের পর দ্বিতীয় ছবি কেমন হতে চলেছে, তা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন তাঁরা।
![Bhool Bhulaiyaa 2: স্থগিত নয়, নির্ধারিত দিনেই মুক্তি পাবে 'ভুল ভুলাইয়া টু' Kartik Aaryan, Kiara Advani's Bhool Bhulaiyaa 2 release date not pushed, in theatres on March 25 Bhool Bhulaiyaa 2: স্থগিত নয়, নির্ধারিত দিনেই মুক্তি পাবে 'ভুল ভুলাইয়া টু'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/25/035e72cfadee86712f55d31fd19589a4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: করোনা (Coronavirus) পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে নতুন করে করোনাবিধি চালু হয়েছে। তৃতীয় ঢেউ আসার পর থেকে ফের দেশের বিভিন্ন রাজ্যে হয় সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে সিনেমাহল। নাহলে ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা রয়েছে। করোনার তৃতীয় ঢেউয়ে লাগাতার সংক্রমণ এবং সিনেমাহল বন্ধের কারণে বলিউডের একাধিক ছবির মুক্তি স্থগিত হয়েছে। শাহিদ কপূরের 'জার্সি' মুক্তি পাওয়ার কথা ছিল ২০২১-এর ৩১ জানুয়ারি। দিল্লিতে সিনেমাহল বন্ধ হওয়ার ঘোষণার পরই এই ছবির মুক্তি স্থগিত হয়। মুক্তি আটকে গিয়েছে পরিচালক রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি 'ট্রিপল আর' এবং প্রভাসে রোম্যান্টিক ছবি 'রাধে শ্যাম'-এর।
গত বছরের শেষের দিকে মহারাষ্ট্রে সিনেমাহল খোলার ঘোষণার পরই বলিউডে একাধিক ছবির মুক্তির কথা ঘোষণা করেন পরিচালক, প্রযোজক থেকে অভিনেতা অভিনেত্রীরা। কিন্তু সাম্প্রতিককালে করোনার লাগাম ছাড়া সংক্রমণের কারণে ফের প্রশ্নের মুখে দাঁড়িয়ে বলিউডের একাধিক ছবি। কিন্তু সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন যে, কার্তিক আরিয়ান অভিনীত 'ভুল ভুলাইয়া টু'র (Bhool Bhulaiyaa 2) মুক্তি স্থগিত হচ্ছে না। নির্ধারিত দিনেই মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন - Sonali Bendre Update: স্বামীর জন্মদিনে রোম্যান্টিক ছবির সঙ্গে আবেগঘন বার্তা সোনালি বেন্দ্রের
এদিন সোশ্যাল মিডিয়ায় ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ লেখেন, 'স্থগিত নয়। 'ভুল ভুলাইয়া টু' মুক্তি পাবে নির্ধারিত দিনেই। আগে যেমন ঘোষণা করা হয়েছিল যে, আগামী ২৫ মার্চ মুক্তি পাবে এই ছবি। ওই দিনেই সিনেমাহলে মুক্তি পাবে 'ভুল ভুলাইয়া টু'। ছবিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী, তব্বু। পরিচালক অনীশ বাজমির এই ছবি প্রযোজনা করেছেন ভূষণ কুমার এবং মুরাদ খেতানি'।
হরর কমেডি 'ভুল ভুলাইয়া টু' নিয়ে খুবই উত্তেজিত দর্শকেরা। প্রথম ছবির সাফল্যের পর দ্বিতীয় ছবি কেমন হতে চলেছে, তা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, অভিনেতা কার্তিক আরিয়ানের হাতে রয়েছে একাধিক ছবি। 'ভুল ভুলাইয়া টু' ছাড়াও তাঁকে দেখা যাবে 'শেহজাদা', 'ফ্রেডি', 'ক্যাপ্টেন ইন্ডিয়া'র মতো একাধিক ছবিতে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)