এক্সপ্লোর
হারিয়েছেন ক্যানসারকে, অংগ্রেজি মিডিয়াম-এর শ্যুটিং শুরু করলেন ইরফান
ক্যানসারের চিকিৎসা শেষ। দেশে ফিরে নতুন ছবির কাজ শুরু করেছেন ইরফান খান।

উদয়পুর: অবশেষে ছবিতে ফিরলেন লাঞ্চবক্স-এর অভিনেতা। ক্যানসারের মত মারণরোগকে হারিয়ে নতুন ছবির শ্যুটিং শুরু করেছেন ইরফান খান। অংগ্রেজি মিডিয়াম ছবিতে কাজ করছেন তিনি।
শ্যুটিং চলছে রাজস্থানের উদয়পুরে। অলিতে গলিতে হেঁটে হেঁটে ঘুরছেন ইরফান। আবার কখনও স্কুটার চালাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে নিউরো এনডোক্রাইন টিউমারকে হারিয়ে দেওয়া অভিনেতার ছবি।
২০১৭ সালে মুক্তি পায় ইরফানের হিন্দি মিডিয়াম। অংগ্রেজি মিডিয়াম তারই সিকোয়েল।
তাঁর মেকআপ দেখেই বোঝা যাচ্ছে, এই ছবিতে তিনি সাধারণ মধ্যবিত্তের ভূমিকায় রয়েছেন। উদয়পুরের পর ছবির বাকি শ্যুটিং হবে লন্ডনে। ইরফানের রোগের কারণে শ্যুটিং পিছিয়ে দেওয়া হয়। এতদিনে কাজ শুরু হলেও ফার্স্ট শিডিউল কবে শেষ হবে এখনও জানা যায়নি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট























