এক্সপ্লোর
নীরবতা ভাঙলেন ইরফান-পত্নী, কী অসুখ সেটা নিয়ে চর্চা নয়, জীবনযুদ্ধে জিতে ফেরার জন্যে উইশ করুন
মুম্বই: টুইটারে যেদিন থেকে ইরফান খান জানান, তিনি এক বিরল রোগে আক্রান্ত, সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। ইরফান জানান আচমকাই এই রোগে-আক্রান্ত হওয়ার খবরে তিনি ধাক্কা খেয়েছেন। তবে তিনি যুদ্ধ করে ফের ফিরে আসবেন জীবনে। কাউকে জল্পনা করতে বারণ করে, তিনি একথাও জানান, চূড়ান্ত রিপোর্ট হাতে এলে তিনি নিজেই সমস্ত কথা সবাইকে জানিয়ে দেবেন।
তারপরই ইন্ডাস্ট্রিতে ইরফানের বন্ধুরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন। কিন্তু তাতে থামেনি বিভিন্ন সংবাদমাধ্যমের জল্পনা। কোথায় কোথাও দাবি করা হয়, ইরফান ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছে। যদিও সেখবরের কোনও সত্যতা ছিল না।
আপাতত এধরনের জল্পনা এবং ব্যক্তিগত জীবনে এই কঠিন সময়ের মধ্যে নীরবতা ভেঙে মুখ খুললেন ইরফান-পত্নী সুতপা শিকদার। ফেসবুকে সুতপা লিখলেন একটি খোলা চিঠি। সেই পোস্টে সুতপা তাঁর স্বামীকে একজন সত্যিকারের যোদ্ধা হিসেবে সম্মোধন করেছেন। সুতপার দাবি, তাঁর এই প্রিয়বন্ধু জীবনের বহু বাধা হাসিমুখে পেরিয়ে এসেছেন, এই যুদ্ধও জয় করবেন। যদিও এই লড়াই কঠিন, কিন্তু তিনি এবং তাঁর পরিবার আশাবাদী, জীবনযুদ্ধে জয়ী হয়ে ফের লড়াইয়ের ময়দানে ফিরবেন ইরফান। তাই সকলকে অসুখটা কী হয়েছে সেই নিয়ে জল্পনা করে নিজেদের সময় এবং শক্তি ক্ষয় না করে, প্রত্যেককে ইরফানকে এই লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে শক্তি যোগানোর আবেদন করেছেন।
ফেসবুকে এই পোস্টটি লিখেছেন সুতপা....
ইরফানের এই টুইটের পর থেকেই অভিনেতার অসুস্থতা নিয়ে জল্পনা তুঙ্গে
— Irrfan (@irrfank) March 5, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement