এক্সপ্লোর
Advertisement
প্রেমিক টাইগার শ্রফের নায়িকাদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন দিশা পাটানি?
মুম্বই: দিশা পাটানির সঙ্গে টাইগার শ্রফের প্রেমের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই, তাঁরা দুজনেই স্বীকার করেন সম্পর্কের কথা। কিন্তু এখন খবর হল, প্রেমিকের একাধিক সহ অভিনেত্রীকে নিয়ে দিশা নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানা গিয়েছে, দিশা নাকি টাইগারের ওপর ফতোয়া জারি করেছেন, কোনও অভিনেত্রীর সঙ্গে শ্যুটিংয়ের বাইরে কথাবার্তা বলা যাবে না। এমনকী অন্য নায়িকাদের ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে জ্যাকি শ্রফ পুত্র লাইক দিলেও চটে আগুন হয়ে যাচ্ছেন তিনি। ফলে টাইগারের সময়টা খুব একটা ভাল যাচ্ছে না।
[embed]https://www.instagram.com/p/BZgSKYUlIGA/?utm_source=ig_embed&utm_campaign=embed_profile_upsell_control[/embed]
টাইগারের মা আয়েষা দিশাকে খুব একটা পছন্দ করেন না। কিন্তু তাঁর ছেলের দিশা দারুণ পছন্দ। বিশেষ করে এটিই টাইগারের প্রথম প্রেম হওয়ায় সম্পর্ক নিয়ে তিনি অত্যন্ত সিরিয়াস। ফলে ইচ্ছেমত ছড়ি ঘোরান দিশা। বয়ফ্রেন্ডের ফোন নিয়মিত চেক করেন, হুকুম দেন, সেট ছাড়া অন্য কোথাও অভিনেত্রীদের সঙ্গে কথা বলা যাবে না। পরিস্থিতি এমন হয়েছে যে দিশার খবরদারিতে টাইগারের অনেক বন্ধুই তাঁর সঙ্গে সম্পর্ক কাটছাঁট করতে বাধ্য হয়েছেন।
[embed]https://www.instagram.com/p/BfAxYxSjp97/?utm_source=ig_embed&utm_campaign=embed_profile_upsell_control[/embed]
টাইগারের মায়ের ধারণা, দিশার জন্যই তাঁর সঙ্গে ছেলের দূরত্ব বেড়ে যাচ্ছে। দিশার সঙ্গে লিভ ইন করা নিয়ে বাড়িতে ঝঞ্ঝাটও হয়েছে। কিন্তু টাইগারের বোন কৃষ্ণার সঙ্গে দিশার সম্পর্ক ভাল।
এর আগে জ্যাকলিন ফার্নান্ডেজের কারণে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আলিয়া ভট্টের সম্পর্ক ভেঙে যায়। আ জেন্টলম্যান ছবিতে জ্যাকলিনের সঙ্গে সিদ্ধার্থের ঘনিষ্ঠ দৃশ্যের রসায়নে আলিয়া নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন। এছাড়া এক ভিলেনে শ্রদ্ধা কপূরের সঙ্গে সিদ্ধার্থের অন স্ক্রিন রোমান্সও আলিয়া ভালভাবে নেননি। শেষমেষ তাঁদের ব্রেক আপ হয়ে যায়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement