Hrithik Roshan Birthday: এবছর জন্মদিন উদযাপনের কী বিশেষ পরিকল্পনা রয়েছে হৃত্বিক রোশনের?
দেশে ফের বাড়ছে করোনা। ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ এসে গিয়েছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। সাধারণ মানুষের সঙ্গে আক্রান্ত হচ্ছেন বহু তারকা। দেশের বিভিন্ন প্রান্তে নয়া কোভিডবিধি চালু হয়ে গিয়েছে।
মুম্বই: রাত পোহালেই জন্মদিন বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশনের (Hrithik Roshan Birthday)। আগামীকাল ৪৮ বছরে পা দেবেন অভিনেতা। অনুরাগীরা উচ্ছ্বসিত হয়ে রয়েছেন অভিনেতার জন্মদিনকে কেন্দ্র করে। কীভাবে বলিউড হার্টথ্রব তাঁর জন্মদিন সেলিব্রেট করবেন, সেদিকেই নজর অনুরাগীদের।
দেশে ফের বাড়ছে করোনা। ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ এসে গিয়েছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। সাধারণ মানুষের সঙ্গে আক্রান্ত হচ্ছেন বহু তারকা। টিকাকরণ সম্পূর্ণ থাকার পরও এবং সতর্কতা অবলম্বন করার পরও বহু তারকার করোনা রিপোর্ট পজেটিভ আসছে। তাই দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই নয়া কোভিডবিধি চালু হয়ে গিয়েছে। বিভিন্ন রাজ্যে অনেক নিয়ম জারি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তেমনই মহারাষ্ট্রে নানা নয়া কোভিডবিধি চালু হয়ে গিয়েছে। এর কারণে জানা যাচ্ছে, চলতি বছর বড় করে জন্মদিন উদযাপন করার কোনও পরিকল্পনাই নেই হৃত্বিক রোশনের (Hrithik Roshan)। পাশাপাশি এটাও জানা যাচ্ছে, করোনায় আক্রান্ত গোটা নাদিয়াদওয়ালা পরিবার। আর সেই কারণেই সম্পূর্ণ বিল্ডিংই এখন কোয়ারেন্টিনে। কোয়ারেন্টিন বিল্ডিংয়ে থাকার কারণে চলতি বছর বড় করে জন্মদিন উদযাপন করার কোনও পথ নেই। তাই এবছর একেবারে ঘরোয়াভাবেই উদযাপিত হবে বলিউডের গ্রিক গডের জন্মদিন। শোনা যাচ্ছে এমনটাই।
আরও পড়ুন - Dev: রিপোর্ট নেগেটিভ, করোনা থেকে মুক্ত দেব
প্রতিবছর জন্মদিন হৃত্বিক রোশন বাড়ির বাইরে এসে অনুরাগীদের অভিবাদন জানান। অনেক সময় বাড়ির সামনে আসা অনুরাগীদের সঙ্গে অভিনেতাকে এই বিশেষ দিনে ছবিও তুলতে দেখা যায়। কিন্তু এবছর এমনটা হবে না বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, পরিবারের সদস্যদের সঙ্গে ছোট করেই চলতি বছর জন্মদিন উদযাপনের পরিকল্পনা রয়েছে অভিনেতার।
প্রসঙ্গত, এই মুহূর্তে বেশ কয়েকটি ছবি হাতে রয়েছে হৃত্বিক রোশনের। প্রথমবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের 'ফাইটার' ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন হৃত্বিক রোশন। এছাড়াও সেফ আলি খানের সঙ্গে তাঁকে দেখা যাবে 'বিক্রম বেদা' ছবিতে। জানা যাচ্ছে, হৃত্বিক রোশনের জন্মদিন উপলক্ষে আগামীকাল 'বিক্রম বেদা' ছবির ফার্স্ট লুক সামনে আসতে পারে।