Yash-Nusrat: ইনস্টাগ্রামে আনফলো, আলাদা ছুটি কাটানো... যশ-নুসরতের সম্পর্কে ভাঙনের গুঞ্জন আরও জোরাল!
Yash Dashgupta- Nusrat Jahan: গুঞ্জনের শুরুটা হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় তাঁদের একে অপরকে আনফলো করে দেওয়া নিয়ে

কলকাতা: তাঁদের সম্পর্কে যে সমস্যা আসবে, তা যেন কেউ কখনও ভাবতেই পারেননি। গোপনে রূপকথার মতো প্রেম, বিয়ে... তারপরে চুটিয়ে সংসার করা। আদরের ছেলে। সব মিলিয়ে দিব্যি তো চলে যাচ্ছিল তাঁদের সংসার। তবে শুধু ব্যক্তিগত জীবনই বা কেন, পর্দাতেও তাঁরা পছন্দের জুটি। একসঙ্গে খুলে ফেলেছিলেন প্রযোজনা সংস্থাও। সেখান থেকে মুক্তি পেয়েছিল একাধিক ছবি ও। তবে বলিউডের সেই চর্চিত জুটি, স্বামী স্ত্রীর সম্পর্কেই কি এবার চিড়? আলাদা হওয়ার পথে যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)?
গুঞ্জনের শুরুটা হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় তাঁদের একে অপরকে আনফলো করে দেওয়া নিয়ে। সদ্য যশ ও নুসরতের প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেয়েছে নতুন ছবি 'আড়ি'। এই ছবির প্রচার থেকে শুরু করে সাকসেস পার্টি.. সব সময়েই পাশাপাশি ছিলেন যশ ও নুসরত। তাঁরা দুজনেই নায়ক নায়িকা হিসেবে ছিলেন এই ছবিতে। সেই সময়ে নুসরত ও যশ নিজেদের দাম্পত্য নিয়ে একাধিক কথা বলেছিলেন, তবে তার সবটাই ইতিবাচক। সেই সময়ে কেউ কল্পনাও করতে পারেননি যে এই জুটির মধ্যে ভাঙন দেখা দিয়েছে।
তবে জানা যাচ্ছে, নুসরতের সঙ্গে একটি ফ্যাশান শো-এ যশের হাঁটার কথা থাকলেও সেখানে উপস্থিত হননি যশ। শোনা যাচ্ছে, যশ ও নুসরতের সম্পর্কের দূরত্বের কারণ নাকি যশের প্রাক্তন পুনম। যশের সঙ্গে পুনমের মেলামেশা মেনে নিতে পারছিলেন না নুসরত, এই নিয়ে তাঁদের মধ্যে একাধিকবার সমস্যাও হয়েছে। সেই সমস্যার জেরেই সোশ্যাল মিডিয়া থেকে একে অপরকে আনফলো করে দিয়েছিলেন যশ ও নুসরত। তবে সেই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে সোশ্যাল মিডিয়ায় যশকে ফের ফলো করে নেন নুসরত। তবে যশ এখনও সেই পথে হাঁটেননি, তিনি আর নায়িকাকে ফলো করছেন না।
এতদিন দেখা যেত, একসঙ্গেই ছুটি কাটাতে যাচ্ছেন যশ, নুসরত। যখন থেকে তাঁদের প্রেম চর্চায়, তখন থেকেই একসঙ্গে ছুটি কাটাতে যেতেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় আলাদা আলাদা ছবি ও শেয়ার করে নিতেন একই জায়গা থেকে। তবে এই প্রথম দেখা গেল, ছবি মুক্তির পরে আলাদা আলাদা ছুটি কাটাচ্ছেন যশ ও নুসরত। প্রথম পক্ষের ছেলে রিয়াংশকে নিয়ে যশ পাড়ি দিয়েছেন বিদেশে। আর নুসরত বাবা, মা বোন ও ঈশানকে নিয়ে দার্জিলিংয়ে ছুটি কাটাচ্ছেন। তাঁদের এই আলাদা ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে আসতেই যেন তাঁদের বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
তবে অনুরাগীদের প্রত্যাশা, টলিউডের জনপ্রিয় এই জুটি ফের সমস্যা মিটিয়ে আবার একত্রেই ধরা দেবেন।
View this post on Instagram






















