এক্সপ্লোর
Advertisement
সলমনের বোনকে বিয়ে করেও বিচ্ছেদ, ইয়ামির সঙ্গেও ছাড়াছাড়ি, কেরিয়ার থমকে, বিধ্বস্ত পুলকিত শ্বেতার সঙ্গে সম্পর্ক ঠিক করতে তত্পর
মুম্বই: সলমন খানের বোন শ্বেতা রোহিরাকে ২০১৪ সালে বিয়ের কয়েকমাস পর থেকেই অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান পুলকিত সম্রাট। আর সেই সম্পর্কের জেরে পুলকিত -শ্বেতার ছাড়াছাড়িও হয়ে যায়। সূত্রের খবর সেসম্পর্কও সম্প্রতি ভেঙে গেছে। এদিকে গতকালই ডিভোর্সের মামলাও দায়ের করেছেন শ্বেতা।
পুলকিতের যখন ইয়ামির সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে তখন কেরিয়ারে ‘কাবিল’-এর মতো ছবিতে এক অন্ধ মেয়ের চরিত্রে হৃত্বিকের বিপরীতে অভিনয় করে ইয়ামি ঢুকে পড়েছেন বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় । এদিকে থমকে গেছে পুলকিতের কেরিয়ার। ‘সানাম রে’, ‘জুনুনইয়াত’, ‘বাঙ্গিস্তানে’র মতো একাধিক ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। এখন পুলকিতের হাতে একটাই কাজ, ‘ফুকরে-২’।
জীবনের চড়াই-উতরাইয়ে বিধ্বস্ত পুলকিত দিন কয়েক আগে সংবাদমাধ্যমের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে যান।
শ্বেতাকে যখন বিয়ে করেছিলেন, তখন পুলকিতের মাথায় ছিল সলমন খানের হাত। কিন্তু এখন সেই ছত্রছায়াও নেই। এখন পুলকিত নিশ্চয়ই এই সম্পর্ক ভাঙার জন্য অনুতাপ করছেন। সূত্রের খবর শ্বেতার সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর আপ্রান চেষ্টা করছেন পুলকিত।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement