Ranveer Singh: নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন রণবীর? দীপিকার সঙ্গে গণেশ পুজোয় প্রকাশ্যে আসতেই চর্চা
Ranveer Singh and Deepika Padukone: গণেশ পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেননি দীপিকা বা রণবীর।

কলকাতা: মেয়ে দুয়ার জন্মের পর থেকেই এক ফ্রেমে আর দেখা যাচ্ছে না রণবীর সিংহ (Ranveer Singh) আর দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) কে। কখনও আলাদা দীপিকা প্রকাশ্যে আসছেন তো কখনও সিনেমার সেটে রণবীর। আপাতত 'ধুরন্ধর' সিনেমার শ্যুটিংয়ের কাছে ব্যস্ত রণবীর। তবে এর মধ্যেই গণেশ পুজোয় এক ফ্রেমে ধরা দিলেন রণবীর সিংহ ও দীপিকা। অম্বানিদের বাড়ির গণেশ পুজোয় হাজির ছিলেন দীপিকা ও রণবীর। তবে দেখা গেল না ছোট্ট দুয়াকে। মেয়েতে বাড়িতে রেখেই গণেশ পুজোয় সামিল হয়েছিলেন দীপিকা আর রণবীর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সেই ছবি, পাশাপাশি দাঁড়িয়ে গণেশের আশীর্বাদ নিচ্ছেন দম্পতি।
যদিও গণেশ পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেননি দীপিকা বা রণবীর। সোশ্যাল মিডিয়ায় দেখা গেল, দীপিকা ব্রাউন রঙের এমবেলিশড কুর্তা পরেছেন। তবে সবচেয়ে বেশি চর্চা রয়েছে রণবীরের লুক নিয়ে। এর আগে, দীর্ঘদিন রণবীরকে দেখা যাচ্ছিল একটি লম্বা দাড়ি লুকে। তবে এদিন অভিনেতাকে দেখা গেল একেবারে ক্লিন শেভড লুকে। অনুরাগীরা হঠাৎ তাঁকে এই লুকে দেখে অবাক হয়ে গিয়েছেন। অনেকেই আবার মনে করছেন, রণবীর নতুন ছবির প্রস্তুতি নিয়েছেন। সেই কারণেই এই নতুন লুক। সোশ্যাল মিডিয়ায় তাঁদের দেখা গেল, দুজনেই ব্রাউন পোশাকে সেজেছিলেন। তবে দুয়াকে দেখা যায়নি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দীপিকা ও রণবীরের প্রশংসা করেছেন। অনেকেই লিখেছেন, দম্পতিকে খুব সুন্দর লাগছে। অনেকেই লিখেছেন, 'দীপিকাকে খুব সুন্দর লাগছে।'
ধুরন্ধরের ফার্স্ট লুক
রণবীর সিংহের 'ধুরন্ধর'-এর ফার্স্ট লুক ভারতের সিনেমাহলগুলিতে মুক্তি পাবে শীঘ্রই। সিবিএফসি দ্বারা ইউ/এ ১৬+ সার্টিফিকেশন ২ মিনিট ৪২ সেকেন্ডের এই কাট, সম্প্রতি ডিজিটালভাবে লঞ্চ করা হয়েছিল। ২৯শে আগস্ট অর্থাৎ আগামীকাল রণবীরের প্রথম লুক সিনেমা হলগুলিতে মুক্তিপ্রাপ্ত 'পরম সুন্দরী'-এর সঙ্গে মুক্তি পাবে। জাতীয় পুরস্কার বিজয়ী আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি ৫ই ডিসেম্বর, ২০২৫-এ সিনেমা হলগুলিতে মুক্তি পাবে। এই বছর শুরুতে রণবীর সিংহের জন্মদিনে মুক্তি পাওয়া এই ফার্স্ট লুকের ডিজিটাল ডেবিউ অনলাইনে মুক্তি পেয়েছিল, সবার বেশ পছন্দ হয়েছিল এই লুক। ইউটিউবে এটি ৫.৩ কোটি বার দেখা হয়েছে এবং ছয় দিনের মধ্যে সমস্ত প্ল্যাটফর্মে এটি ২০ কোটির বেশি বার দেখা হয়েছে। আগামীকালই প্রকাশ্যে আসবে এই সিনেমার ঝলক।
View this post on Instagram






















