Amitabh Bachchan: 'কেবিসি'-তে অমিতাভ বচ্চনের জায়গা নিতে চলেছেন সলমন খান? সত্যিটা কী?
Salman Khan and Amitabh Bachchan: সঞ্চালক হিসেবে সলমন খান ও যথেষ্ট জনপ্রিয়। ছোটপর্দার 'বিগ বস'-এর সঙ্গে তিনি যেন অঙ্গাগ্নিভাবে জড়িয়ে রয়েছেন

কলকাতা: ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল এই খবর। 'কোন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati)-র সেটে নাকি আর দেখা যাবে না অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-কে? তাঁর বদলে নাকি জনপ্রিয় এই ক্যুইজ শো-তে আসতে চলেছেন নতুন সঞ্চালক? তিনিও বলিউডের নাম করা একজন! এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। 'কোন বনেগা ক্রোড়পতি' আর অমিতাভ বচ্চন যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছেন। কিছুতেই যেন এই ২টো কে আলাদা করতে পারেন না দর্শক। কিন্তু শোনা যাচ্ছিল, 'কোন বনেগা ক্রোড়পতি' নাকি ছেড়ে দিচ্ছেন অমিতাভ বচ্চন। তার বদলে নাকি এই শো-এবার থেকে সঞ্চালনা করবেন সলমন খান (Salman Khan)।
সঞ্চালক হিসেবে সলমন খান ও যথেষ্ট জনপ্রিয়। ছোটপর্দার 'বিগ বস'-এর সঙ্গে তিনি যেন অঙ্গাগ্নিভাবে জড়িয়ে রয়েছেন। যেমন 'কোন বনেগা ক্রোড়পতি' ভাবা যায় না অমিতাভ বচ্চনকে ছাড়া, তেমনই যেন বিগ বস ভাবা যায় না সলমন খানকে ছাড়া। তবে 'কোন বনেগা ক্রোড়পতি' -র হট সিটে দর্শক সলমন খানকে কতটা গ্রহণ করবেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল নেটদুনিয়া। বছরের পর বছর ধরে এই শো তে অমিতাভকে দেখেই অভ্যস্ত হয়ে পড়েছেন মানুষ। শুধু তাই নয়, একবার এই শো-এর সঞ্চালক বদল ও করা হয়েছিল। তবে সেইবার শো হিট হয়নি। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে ফিরিয়ে আনা হয় অমিতাভ বচ্চন কেই। কিন্তু ফের কি 'কোন বনেগা ক্রোড়পতি' -র সঞ্চালক বদলে এই শো-কে বিপদের মুখে ঠেলে দেবেন নির্মাতারা?
সোশ্যাল মিডিয়ায় যখন 'কোন বনেগা ক্রোড়পতি' -র সঞ্চালক বদল নিয়ে জোর তরজা চলছে, তখনই বলিউড সূত্রে জানানো হয়, এই জল্পনা একেবারেই ভুয়ো। 'কোন বনেগা ক্রোড়পতি' মোটেই ছাড়ছেন না অমিতাভ বচ্চন। তিনি নিয়মিত শ্যুটিং করছেন। প্রসঙ্গত, এই সিজিন শুরুর আগে, একবার গুঞ্জন শোনা গিয়েছিল যে এই শো থেকে অবসর নিতে চলেছেন অমিতাভ বচ্চন। জল্পনা বাড়িয়েছিল তাঁর একটি ট্যুইট। সেই সময়ে গুঞ্জনে শোনা গিয়েছিল, এবার 'কোন বনেগা ক্রোড়পতি' -র সঞ্চালনার দায়িত্ব যেতে পারে শাহরুখ খান, ঐশ্বর্য্য রাই বচ্চন বা মহেন্দ্র সিংহ ধোনির হাতে। তবে সেই সমস্ত জল্পনা উড়িয়ে ফের নতুন সিজনের শ্যুটিং শুরু করেছেন অমিতাভ।
আর ফের একবার 'কোন বনেগা ক্রোড়পতি' -র সঞ্চালক বদলের খবর উঠলেও, অনুরাগীদের জন্য সুখবর যে হট সিটে থাকছেন অমিতাভই।






















