![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Shah Rukh Khan and Salman Khan: ফের কি শাহরুখ-সলমনের সম্পর্কে তিক্ততা? 'ভাইজান'-এর জন্মদিনে শুভেচ্ছা জানালেন না 'বাদশাহ'?
Shah Rukh on Salman Birthday: ২৭ ডিসেম্বর এই বিষয়টি নজর কাড়ে অনেকেরই। সোশ্যাল মিডিয়ায় সলমনকে শুভেচ্ছা জানিয়েছেন অনেক তারকাই। অনেকেই নিজেদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন বলিউডের 'ভাইজান'-এর ছবি
![Shah Rukh Khan and Salman Khan: ফের কি শাহরুখ-সলমনের সম্পর্কে তিক্ততা? 'ভাইজান'-এর জন্মদিনে শুভেচ্ছা জানালেন না 'বাদশাহ'? Is Shah Rukh Khan forgot to wish Salman Khan on his birthday know the real news Shah Rukh Khan and Salman Khan: ফের কি শাহরুখ-সলমনের সম্পর্কে তিক্ততা? 'ভাইজান'-এর জন্মদিনে শুভেচ্ছা জানালেন না 'বাদশাহ'?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/28/bfeb03f1d04372325648edf15e9e6130170374344096649_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: গতকালই গিয়েছে সলমন খানের জন্মদিন (Salman Khan)। এদিন তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভিড় জমিয়েছিলেন অনেক অনুরাগীই। তবে বর্তমানে যাঁরা বিবাদ ভুলেছেন, ব্যক্তিগত বন্ধুত্বও প্রকাশ্যে এনেছেন বড়পর্দায়.. তাঁদের মধ্যে কী ফের বিবাদ? সলমনের জন্মদিনে শুভেচ্ছাবার্তা এল না শাহরুখ খানের (Shah Rukh Khan) তরফ থেকে!
২৭ ডিসেম্বর এই বিষয়টি নজর কাড়ে অনেকেরই। সোশ্যাল মিডিয়ায় সলমনকে শুভেচ্ছা জানিয়েছেন অনেক তারকাই। অনেকেই নিজেদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন বলিউডের 'ভাইজান'-এর ছবি। অনেকেই শেয়ার করে নিয়েছেন সলমনের সঙ্গে কাটানো বিভিন্ন সময়ের কথা, স্মৃতির কথা। তবে একমাত্র শুভেচ্ছাবার্তা দেখা গেল না সোশ্যাল মিডিয়ার পাতায়! বিষয়টা ঠিক কি! অথচ... সলমনের জন্মদিনেই 'আস্ক এসআরকে' (Ask SRK)-র আয়োজন করেছিলেন শাহরুখ!
গতকাল, ট্যুইটারে অভ্যাসমতো 'আস্ক এসআরকে'-র আয়োজন করেছিলেন শাহরুখ। আর সেখানেই সলমন খানের একটি ছবি দিয়ে তাঁর এক অনুরাগী শাহরুখের উদ্দেশে লেখেন, 'আজ বড় ভাই সলমন খানের জন্মদিন।' এই মেসেজটি নজর এড়ায়নি খোদ শাহরুখেরও। মেসেজটা তুলে তিনি উত্তর দেন, 'আমি জানি। আর আমি ওঁকে শুভেচ্ছাও জানিয়েছি। তবে সোশ্যাল মিডিয়ায় নয়। আমার মনে হয় জন্মদিনের শুভেচ্ছা জানানোটা খুব ব্যক্তিগত বিষয়। তাই নয় কি? দ্বিতীয়ত.. ভাইয়ের এই ছবিটা কিন্তু দুর্দান্ত।'
প্রসঙ্গত, একসময় গুঞ্জনে শোনা যায়, সলমন খানের সঙ্গে শাহরুখের সম্পর্ক ভাল ছিল না। দুজনের মধ্যে বেশ দ্বৈরথ ছিল। তবে পরবর্তীতে সেই বিবাদ মিটে যায়। এবার 'পাঠান' (Pathaan) ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল সলমন ও শাহরুখকে। অন্যদিকে, সলমনের ছবি 'টাইগার ৩' (Tiger 3)-তেও দেখা গিয়েছিল শাহরুখ খানকে। তবে সলমনের জন্মদিনে শাহরুখের শুভেচ্ছাবার্তা না দেখে অনেকেই আঁচ করেছিলেন, তাঁদের মধ্যে বোধহয় বুঝি আবার সমস্যা হল। তবে সেই কৌতুহল এদিন এক্কেবারে নিরসন করে দিলেন শাহরুখ। জানিয়ে দিলেন.. সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানো অপ্রয়োজনীয়। তবে ব্যক্তিগতভাবে বন্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
I know and I have wished him. I don’t do it on social media because it’s personal na?? Waise yeh picture bhai ki awesome hai!! #Dunki https://t.co/AXvSKa2lqw
— Shah Rukh Khan (@iamsrk) December 27, 2023
আরও পড়ুন: Year Ender 2023: পরম-পিয়া থেকে শুরু করে সিদ্ধার্থ-কিয়ারা.. টলিউড-বলিউডে এই বছর চার হাত এক হল যাঁদের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)