Shilpa Shetty: ৬০ কোটি টাকা প্রতারণার মামলা, বাড়ি ছেড়েছেন রাজ! সেই সুযোগেই অন্য সম্পর্কে জড়ালেন শিল্পা শেট্টি?
Shilpa Shetty and Raj Kundra: ফারহা খান একটি নতুন শো লঞ্চ করেছেন । সেখানে তিনি বিভিন্ন তারকাদের বাড়ি যান, আর সেখানে গিয়ে তিনি ঘুরে দেখান সেই সমস্ত তারকাদের অন্দরমহল

কলকাতা: বাড়ি ছেড়েছেন রাজ কুন্দ্রা (Raj Kundra), আর সেই কারণেই কি অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)? সম্প্রতি এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় । সত্যিই কি প্রেম করছেন নাকি তিনি? সম্প্রতি ফারহা খানের (Farah Khan) শো-তেই প্রকাশ্যে এসেছে এই চমকপ্রদ ঘটনা । সেখানে নায়িকা নাকি নিজের মুখেই স্বীকার করেছেন যে তিনি অন্য একটি সম্পর্কে রয়েছেন!
ফারহা খান একটি নতুন শো লঞ্চ করেছেন । সেখানে তিনি বিভিন্ন তারকাদের বাড়ি যান, আর সেখানে গিয়ে তিনি ঘুরে দেখান সেই সমস্ত তারকাদের অন্দরমহল । শুধু তাই নয়, তারকাদের একেবারে ঘরে বসে, বিভিন্ন মজার গল্পও তুলে আনেন তিনি । আর এবার, সেই পালা শিল্পা শেট্টির । ফারহা খান সদ্যই পৌঁছে গিয়েছিলেন শিল্পা শেট্টির বাড়িতে । সেখানে গিয়ে শিল্পা শেট্টির সঙ্গে মজার গল্পে মাতেন তিনি । আর সেখানেই শিল্পা স্বীকার করেন, তিনি নাকি একজন 'সর্দারজি'-র প্রেমে পড়েছেন! রাজ নাকি বাড়িতে থাকছেন না, আর সেই 'সর্দারজি'-ই নাকি থাকছেন শিল্পার বাড়িতে ।
আসল বিষয় আলাদা । শুক্রবার মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত ছবি ‘মেহর’ । এই ছবি মুক্তির আগেই রাজ ঘোষণা করেছিলেন, তাঁর প্রথম দিনের ছবির আয় তিনি পঞ্জাবের বন্যাত্রাণে দান করবেন । এই ছবিতে, একজন সর্দারের চরিত্রে দেখা গিয়েছে রাজকে । মাথায় পাগড়ি, মুখে দাড়ি, রাজকে এই বেশে চেনাই দায় । আর সেই কথাই মজা করে বলেছেন শিল্পা । রাজ নাকি বাড়ি থেকে চলে গিয়েছেন আর সেই সুযোগে এক 'সর্দারজি'-এসে থাকছেন শিল্পা শেট্টির সঙ্গে । মোট কথা, শিল্পা তাঁর স্বামীর ছবির প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন ।
প্রসঙ্গত, সদ্যই, ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে রাজ কুন্দ্রা আর শিল্পা শেট্টির বিরুদ্ধে । সেই কারণেই তাঁদের নামে লুক আউট নোটিস জারি হয়েছে । আপাতত দেশের বাইরে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা রয়েছে তাঁদের । ২৪ অগস্ট থেকে শুরু হয়েছে সলমন খানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বিগ্ বস ১৯’ । এ বছর রাজ সেখানেও যোগ দিয়েছেন । পাশাপাশি, এ বছর তাঁর তিনটি পাঞ্জাবি ছবি মুক্তির সম্ভাবনা । তবে তার মধ্যেই ৬০ কোটি টাকা প্রতারণা মামলায় জড়ালেন রাজ ।






















