Shilpa Shetty Update: ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন শিল্পা শেট্টি?
চলতি বছর একাধিক ছবি মুক্তি পাবে শিল্পা শেট্টির (Shilpa Shetty)। ইতিমধ্য়েই দুটি ছবির ঘোষণাও করে ফেলেছেন তিনি। আর তারইমাঝে শোনা যাচ্ছে, এবার ওয়েব সিরিজেও অভিনয় করতে চলেছেন তিনি।
মুম্বই: নয়ের দশকে বলিউড ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। 'ধড়কন' হোক কিংবা অন্য কোনও ছবি। দর্শকদের পছন্দের তালিকায় খুব সহজেই জায়গা করে নিয়েছেন। মাঝে দীর্ঘ বিরতি। প্রায় ১১ বছরের বিরতি কাটিয়ে গত বছর ফের বড় পর্দায় ফিরেছেন অভিনেত্রী। যদিও তাঁর 'হাঙ্গামা টু' ছবিটি সিনেমা হলে নয় মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, শিল্পা শেট্টিই সম্ভাবত একমাত্র বলিউড অভিনেত্রী যাঁর সমস্ত মাধ্যমেই জনপ্রিয়তা বিপুল। বড় পর্দা, টেলিভিশন, রেডিও, অ্যাপ্লিকেশন, সোশ্যাল মিডিয়া এবং তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। প্রতিটা মাধ্যমেই অত্যন্ত জনপ্রিয় শিল্পা শেট্টি। চলতি বছর একাধিক ছবি মুক্তি পাবে তাঁর। ইতিমধ্য়েই দুটি ছবির ঘোষণাও করে ফেলেছেন তিনি। আর তারইমাঝে শোনা যাচ্ছে, এবার ওয়েব সিরিজেও অভিনয় করতে চলেছেন তিনি।
ওসেব সিরিজে আসছেন শিল্পা শেট্টি?
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, খুব শীঘ্রই ওয়েব সিরিজ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন শিল্পা শেট্টি। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে, ইতিমধ্যেই তাঁকে একাধিক ওটিটি প্রোজেক্টের প্রস্তাব দেওয়া হয়েছে। বেশ কিছু সিরিজ নির্মাতা তাঁকে নানা প্রোজেক্টের প্রস্তাব দিয়েছেন। তবে, শিল্পা শেট্টি খুব বেছে তবে ওয়েব সিরিজে অভিনয় করবেন, এমনটাই জানা যাচ্ছে।
আরও পড়ুন - Top Entertainment News Today: বলিউড থেকে টলিউড, বিনোদনের জগতের সেরা খবরগুলি একনজরে
কিছুদিন আগেই দুটি ছবির ঘোষণা করেন শিল্পা শেট্টি। একটি ছবির নাম 'সুখী'। অন্যটি 'নিকম্মা'। 'সুখী' ছবির ঘোষণা করে তিনি লেখেন, 'একটু বেধড়ক আমি, আমার জীবন একেবারে খোলা বই, দুনিয়া নির্লজ্জ বললেই বা কী, কারও থেকে আমার স্বপ্ন কম নয়।' ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন শিল্পা শেট্টি। সেকথাও পোস্টে লেখেন তিনি। ছবির পোস্টার দেখে মনে করা হচ্ছে যে এটি একটি নারী-কেন্দ্রিক ছবি। তাঁর মূল চরিত্রে অভিনয় করবেন শিল্পা শেট্টি। অ্যাবান্ডাটিয়া এন্টারটেনমেন্ট ও টি-সিরিজ হাত মিলিয়ে এই ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছেন। 'অ্যাবান্ডাটিয়া এন্টারটেনমেন্ট'-এর প্রতিষ্ঠাতা বিক্রম এর আগে 'শেরনি', 'শকুন্তলা দেবী'র মতো ছবি প্রযোজনা করেছেন। 'নিকম্মা' ছবির মোশন পোস্টার শেয়ার করে শিল্পা শেট্টি লেখেন, 'এবার অপেক্ষার শেষ আর বিনোদনের শুরু। আপনার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। আগামী ১৭ জুন সিনেমা হলে মুক্তি পেতে চলেছে 'নিকম্মা'। ' শিল্পা শেট্টির পোস্ট করা সেই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যু দাসানিকে।