Ishaa Saha Exclusive: 'আমরা স্বাধীন, তাই যে সম্পর্কে সম্মান নেই, সেখানে আর থাকতে চাই না'
Ishaa Saha on Relationship: 'আমি আইন পড়েছি, আর এত বিবাহবিচ্ছেদ দেখেছি, সেটা ভাবলে মনে হয় আমি 'লিভ ইন'-এই বিশ্বাসী।' বলছেন ইশা
কলকাতা: রাত ফুরোলেই নতুন ছবির মুক্তি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা হয়ে গিয়েছে প্রেক্ষাগৃহে ছবির সময়।ঠিক তার আগে এবিপি লাইভের সঙ্গে 'সহবাসে' (Sohobashe) নিয়ে গল্পে মজেছিলেন ছবির নায়িকা ইশা সাহা (Ishaa Saha)। আড্ডায় ধরা দিল ছবির গল্প, ছবির বাইরের গল্প।
ছবির নামেই সহবাস, যার প্রচলিত ইংরাজি 'লিভ ইন' (Live In)। পর্দার চরিত্র 'লিভ ইন'-এ বিশ্বাসী হলেও ব্যক্তিজীবনে ইশা 'লিভ ইন'-এ কতটা বিশ্বাসী? অভিনেত্রী বলছেন, 'আমি আইন পড়েছি, আর এত বিবাহবিচ্ছেদ দেখেছি, সেটা ভাবলে মনে হয় আমি 'লিভ ইন'-এই বিশ্বাসী।' একটু থামলেন ইশা। ভাবলেন। তারপর ফের বললেন, 'বিয়ে মানে তো একটা কাগজে সই করা। সেই সইটা করলে আমি বিবাহিত আর না করলে নই। আমার কাছে বিয়ে আর লিভ ইন-এর মধ্যে সত্যিই খুব একটা পার্থক্য নেই। আমি লিভ ইন করলে বিয়ে করব আর নাহলে কোনোটাই করব না।'
আরও পড়ুন: Ishaa Saha on Sohobashe: সিনিয়র বলে সেটে অনুভবকে ব়্যাগিং করতেন ইশা!
ইন্ডাস্ট্রিতে হামেশাই প্রেম ভাঙে, গড়ে, কানে আসে অনেক গুজব। ইশার চোখে একবিংশ শতাব্দীর প্রেম কী খুব ঠুনকো? এক মুহূর্ত ভেবে ইশা বললেন, 'না। তবে প্রত্যেকটা মানুষের কাছে প্রেম আলাদা। প্রেম ভাঙা চিরকালই ছিল। তবে এখন মানুষের জীবনে চাপ বেড়েছে। আর আমরা এখন সবাই স্বাধীন, তাই মনে হয় যে সম্পর্কে সম্মান নেই, সেখানে থাকব না। ব্যাস এটুকুই। এটা কেবল প্রেমিক-প্রেমিকা নয়, বাবা মায়ের সঙ্গেও হতে পারে। বাবা-মায়ের সঙ্গে রক্তের সম্পর্ক আছে বলে আমরা তেমন ভাবি না। কিন্তু যেখানে বিশ্বাসের সম্পর্ক নেই, সেখানে থাকার কোনও মানেই হয় না। সেটা যদি ভেঙে যায়.. ঠিক আছে। তবে ইন্ডাস্ট্রিতে সম্পর্ক ভাঙছে এমনটা নয়, সমস্ত জায়গাতেই সম্পর্ক আসে যায়। অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে একটু বেশি চোখে পড়ে হয়ত। যাদের সঙ্গে হয়, তারা ঠিক সামলে নেয়।'