'The Kashmir Files' Row: 'দ্য কাশ্মীর ফাইলস'কে 'দুর্দান্ত' ছবির আখ্যা নাদাভ লাপিদের, হঠাৎ?
'The Kashmir Files': সিনেমাটি সম্পর্কে তাঁর মন্তব্যের পক্ষ নিয়ে তিনি বলেন যে তিনি যা দেখেছেন তা বলা তাঁর "কর্তব্য"। যদিও, তিনি স্বীকার করেছেন যে তাঁর মতামত "খুবই বিষয়ভিত্তিক"।
নয়াদিল্লি: বছর শেষে ফের শিরোনামে বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। সম্প্রতি 'IFFI'-এর মঞ্চে ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিদের (Israeli filmmaker Nadav Lapid) মন্তব্যে ঝড় উঠেছে। তিনি এই ছবিকে 'কদর্য' ও 'প্রোপাগান্ডা' বলে তোপ দেগেছেন। তার পাল্টা জবাব দিয়েছেন বিবেক অগ্নিহোত্রী। ফের মুখ খুললেন নাদাভ। কী বললেন?
বিবেক অগ্নিহোত্রীর ছবি 'দুর্দান্ত', মন্তব্য নাদাভের
সম্প্রতি তাঁর মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। ফের একবার মন্তব্য করলেন ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিদ। জানালেন নিজের মন্তব্য তিনি অবিচল। তবে তার সঙ্গেই নাদাভের বক্তব্য বিবেক অগ্নিহোত্রীর ছবিটি 'দুর্দান্ত'।
তাঁর সাম্প্রতিকতম মন্তব্যে নাদাভ বলেন, 'অপপ্রচার আদতে কী তা কেউ নির্ধারণ করতে পারে না।' এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'প্রোপাগান্ডা: প্রোপাগান্ডা কী তা কেউ নির্ধারণ করতে পারে না, আমি এই সত্যটি স্বীকার করি যে এটি একটি দুর্দান্ত সিনেমা।'
সিনেমাটি সম্পর্কে তাঁর মন্তব্যের পক্ষ নিয়ে তিনি বলেন যে তিনি যা দেখেছেন তা বলা তাঁর "কর্তব্য"। যদিও, তিনি স্বীকার করেছেন যে তাঁর মতামত "খুবই বিষয়ভিত্তিক"। তিনি আরও বলেন যে তাঁর মন্তব্য নিয়ে যে হৈচৈ শুরু হয়েছে তা 'মানুষকে উত্তেজিত করার জন্য সস্তা ম্যানিপুলেশন' ছাড়া আর কিছুই নয়।
প্রসঙ্গত, ওই চলচ্চিত্র উৎসবের একাধিক জ্যুরি সদস্য লাপিদের মন্তব্য থেকে নিজেদের সরিয়ে এনেছেন। তবে নাদাভ লাপিদের দাবি, 'বাকিদেরও মনোভাব একই, কিন্তু প্রকাশ্যে বলেননি।'
আরও পড়ুন: 'Dunki' Shooting: সৌদি আরবে 'ডাঙ্কি' ছবির শ্যুটিং শিডিউল শেষ করলেন শাহরুখ খান
অন্যদিকে নাদাভ লাপিদের প্রথম মন্তব্যের প্রেক্ষিতে বিবেক অগ্নিহোত্রী গতকাল নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, 'আমি গোটা পৃথিবীর বিদ্বজনেদের ও 'আর্বান নকশাল'দের এবং সেই সঙ্গে ইজরায়েল থেকে আসা বিশিষ্ট চিত্র পরিচালককে চ্যালেঞ্জ করছি যদি তাঁরা প্রমাণ করতে পারেন যে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর কোনও দৃশ্য, সংলাপ বা ঘটনা মিথ্যা, তাহলে আমি সিনেমা বানানো ছেড়ে দেব। আমি পিছিয়ে যাওয়ার মানুষ নই। যা খুশি বলতে থাকুন, আমিও লড়াই চালিয়ে যাব।'
View this post on Instagram