সেলেব্রিটিরা কোনও ব্যাপারে মুখ না খুললে লোকে তাদের সমালোচনা করে। আমরা কী করতে পারি? যে ঘটনায় বিচলিত হব, মুখ খুলব আমি।
2/7
এষার কথায়, গোটা দুনিয়া পিছনে হাঁটছে, বিশেষ করে আমাদের দেশ। অথচ দারুণ সমৃদ্ধ তাঁর ইতিহাস।
3/7
ছবি সম্পর্কে নেতিবাচক প্রতিক্রিয়া দেখে তিনি বিচলিত নন, তবে লোকজনের মানসিকতা তাঁকে পীড়া দিয়েছে বলে জানিয়েছেন এষা।
4/7
জবাবে অভিনেত্রী বলেছেন, কিছু মানুষ আছে যারা নিজেদের পৌরুষ সম্পর্কে সচেতন। মেয়েরা বলিষ্ঠ হলে, নিজের হয়ে মাথা সোজা করে দাঁড়ালে এরা সত্যিই ঘাবড়ে যায়। পশ্চিমেও এটা দেখা যায়। কিন্তু আমাকে বিচলিত করে যেটা, সেটা হল, কেন লোকের আমার ছবি নিয়ে এত কৌতূহল। দুনিয়ায় কী ঘটছে, তা নিয়ে এদের কোনও আগ্রহই নেই।
5/7
ইনস্টাগ্রামে তাঁর ছবিগুলিকে কুরুচিকর, অশালীন বলা হয়েছে।
6/7
পাল্টা এষা গুপ্তা বললেন, একজন সেলেব্রিটি কী করছেন, তা নিয়ে লোকের এত কৌতূহল, মাথাব্যাথা কীসের, তিনি বোঝেন না।
7/7
সোস্যাল মিডিয়ায় বোল্ড ছবি তুলে দেওয়ায় কটাক্ষ, বিদ্রূপ সয়েছেন।