এক্সপ্লোর
Advertisement
সলমন খানকে বিয়ের কোনও পরিকল্পনাই নেই:য়ুলিয়া ভান্তুর
মুম্বই: সলমল খান বিয়ে করছেন? কবে করবেন, কাকে করবেন, এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই একাধিকবার আলোচনা হয়েছে। মাসখানেক আগেও শোনা গিয়েছিল এবছরই ১৮ নভেম্বর রোমানিয়ার অভিনেত্রী এবং টিভি সঞ্চালিকা য়ুলিয়া ভান্তুরকে বিয়ে করবেন সলমন খান। তারপর শোনা যায় য়ুলিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে সলমনের।
অবশেষে এবিষয় মুখ খুললেন রোমানিয়ার অভিনেত্রী য়ুলিয়া। তিনি জানিয়ে দিয়েছেন সলমনকে বিয়ে করার তাঁর কোনও পরিকল্পনাই নেই।
তবে এরমধ্যে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে সলমন-য়ুলিয়াকে। সলমনের 'টিউবলাইট' ছবির শ্যুটিংয়েও গিয়েছিলেন য়ুলিয়া। একাধিক ছবিতে সলমনের পরিবারের সদস্যদের সঙ্গে গল্প-গুজবে মেতে থাকতে দেখা গিয়েছে য়ুলিয়াকে। কিন্তু তারপরেও মিল হল না এই জুটির এবং সম্প্রতি রোমানিয়া ফিরে গেছেন য়ুলিয়া।
রোমানিয়ায় 'সফল মহিলার' স্বীকৃতি পেয়ে পুরষ্কৃতও হন য়ুলিয়া। এরপরই এক সাক্ষাত্কারে য়ুলিয়া জানিয়ে দেন, তাঁর এবং সলমনের বিয়ের কোনও সম্ভাবনাই নেই। এবং এরজন্যে দুজনের সাংস্কৃতিক পার্থক্যকেই দায়ি করেছেন য়ুলিয়া।
য়ুলিয়ার মনে হয়েছে ভারতীয় সংস্কৃতির সঙ্গে তিনি মানিয়ে নিতে পারেননি। তাঁর মনে হয়েছে এখানে কোনও মানুষের জীবনে গোপনীয়তা বজায় থাকে না। একটি বাড়িতে বহু মানুষ একসঙ্গে থাকেন। এছাড়া এখানে রাস্তায় বেরোতে গেলে বিশেষভাবে নিজেকে ঢেকে বেরোতে হয়, সেখানে য়ুলিয়ার মনে হয়েছে, তিনি অনেক স্বল্পবসনা ছিলেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement