Jacqueline Fernandez: কালো মাস্কে মুখ ঢেকে আর্থিক তছরুপের মামলায় ফের হাজিরা জ্যাকলিনের
Money laundering case: আজ সকালে দিল্লির আদালতে আসেন জ্যাকলিন। গত ২ বছর ধরে এই আর্থিক তছরুপের মামলায় বারে বারে আদালতে হাজিরা দিতে হয়েছে জ্যাকলিনকে।
![Jacqueline Fernandez: কালো মাস্কে মুখ ঢেকে আর্থিক তছরুপের মামলায় ফের হাজিরা জ্যাকলিনের Jacqueline Fernandez: Actress Jacqueline Fernandez went to Patiala House court as ED summons her in money laundering case, know in details Jacqueline Fernandez: কালো মাস্কে মুখ ঢেকে আর্থিক তছরুপের মামলায় ফের হাজিরা জ্যাকলিনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/06/77115851a619bd83073b28281f2f8ad41688627812343229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ফের আর্থিক তছরুপের মামলায় দিল্লির আদালতে হাজিরা দিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। আজ, বুধবার, দিল্লির আদালতে হাজিরা দিয়েছেন তিনি। ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ায় জ্যাকলিনের। গত বছর এই মামলায় ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি।
আজ সকালে দিল্লির আদালতে আসেন জ্যাকলিন। গত ২ বছর ধরে এই আর্থিক তছরুপের মামলায় বারে বারে আদালতে হাজিরা দিতে হয়েছে জ্যাকলিনকে। তাঁর বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট পর্যন্ত গঠন করেছে ইডি (ED)। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল সুকেশের সঙ্গে এই আর্থিক তছরুপে যুক্ত থাকা। আপাতত জেলে রয়েছেন সুকেশ। অন্যদিকে জ্যাকলিন জামিনে ছাড়া পেলেও, তাঁকে বিদেশযাত্রার জন্য অনুমতি চাইতে হয়েছে বার বার। একাধিক বিধিনিষেধও রয়েছে তাঁর ওপর। যদিও সাপ্লিমেন্টরি চার্জশীটে জ্যাকলিনকে অভিযুক্ত বলে দাবি করা হয়নি।
এদিন আদালতে হাজিরা দেওয়ার সময় কালো মাস্কে নিজের মুখ ঢেকেছিলেন জ্যাকলিন। তিনি গাড়িতে আসার সময় একটি বাদামি শ্যুট পরেছিলেন। পরে আদালত চত্বরে ঢোকার পরে তা খুলে কেবল সাদা শার্ট পরেই দেখা গেল তাঁকে। তবে সারাক্ষণ মুখ মাস্কে ঢেকে রেখেছিলেন তিনি।
অন্যদিকে, সুকেশের সঙ্গে জ্যাকলিনের যে যোগাযোগ ছিল একটা সময়, তা বোঝা যায় তাঁর চিঠি দেখেই। জেলে থাকাকালীন জ্যাকলিনকে একাধিকবার প্রেমপত্র পাঠিয়েছেন সুকেশ। দিল্লির মান্ডোলি জেল থেকে জ্যাকলিনকে উদ্দেশ্য করে পাঠানো একটি চিঠিতে সুকেশ লিখেছিলেন, 'আমার ভালবাসা, আমার বেবি জ্যাকলিন, আমার বোম্মা। আমি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস দেখলাম ২৮ এপ্রিল। স্বীকার করতেই হবে তুমি দুর্দান্ত ছিলে, এবং তোমার পারফর্ম্যান্স ছিল শ্রেষ্ঠ। গোটা অনুষ্ঠানে তোমাক ডান্স অ্যাক্টটা শো-স্টপার ছিল, তোমাকে মার্জিত, উত্কৃষ্ট, দারুণ লাগছিল। আরও বেশি করে পাগলের মতো তোমার প্রেমে পড়ে গেছি। আমি ভাষা হারিয়ে ফেলেছি, তুমি সুপারস্টার, আমার বেবি গার্ল। তোমাকে আমার জীবনে পাওয়া আশীর্বাদের মতো, আমার রানি। বোটা বোম্মা, আমার সর্বস্ব দিয়ে তোমাকে ভালবাসি, আমার প্রত্যেক ক্ষণ শুধু তোমারই জন্য, তুমি জানো তোমাকে কেমন পাগলের মতো ভালবাসি আমি, অবশ্য আমি এটাও জানি তুমি কতটা আমাকে ভালবাসো।তোমাকে ভীষণ মিস করছি... তাছাড়া তোমার জন্মদিনের জন্য দারুণ একটা সারপ্রাইজ আছে, তোমার ভীষণ পছন্দ হবে, আমি আমার কথা রাখছি! তর সইছে না! বেবি, আমি শুধু চাই তুমি হাসতে থাকো, আমি এখানেই আছি, সত্যের দিন গোনা শুরু হয়ে গিয়েছে, চিন্তা করো না।'
তবে সত্যিই কি ২০০ কোটি আর্থিক তছরুপের সঙ্গে জড়িয়েছিলেন জ্যাকলিন, সেই উত্তর দেবে তদন্ত।
আরও পড়ুন: Anurager Chowa Exclusive: দিব্যজ্যোতির সঙ্গে প্রেম করি না, এটা কেউ বিশ্বাসই করতে চায় না: স্বস্তিকা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)