Jacqueline Fernandez: 'জ্যাকলিন নির্দোষ, নিজের সম্মানের জন্য উনি লড়বেন', দাবি আইনজীবীর
Jacqueline Fernandez News: সুকেশ চন্দ্রশেখরের আর্থিক তছরুপের মামলায় জড়িয়ে গিয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। এই মামলায় তাকে একাধিকবার তলবও করেছে ইডি
![Jacqueline Fernandez: 'জ্যাকলিন নির্দোষ, নিজের সম্মানের জন্য উনি লড়বেন', দাবি আইনজীবীর Jacqueline Fernandez Is Innocent, She Shall Fight For Her Dignity: Actress' Lawyer Jacqueline Fernandez: 'জ্যাকলিন নির্দোষ, নিজের সম্মানের জন্য উনি লড়বেন', দাবি আইনজীবীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/26/c92159a53ac41c864f985be7364000d9166678120645749_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ২০০ কোটি টাকা তছরুপের মামলায় সহযোগীতা করছেন না জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) ! এনফোর্সমেন্ট ডিরেক্টরের অভিযোগ ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য ডিলিট করে দিয়েছেন জ্যাকলিন। করেছে প্রমাণ লোপাটের চেষ্টাও। এমনকি শহর ছেড়ে পালানোরও চেষ্টা করেছেন জ্যাকলিন।
সুকেশ চন্দ্রশেখরের আর্থিক তছরুপের মামলায় জড়িয়ে গিয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। এই মামলায় তাকে একাধিকবার তলবও করেছে ইডি। তবে জানা যাচ্ছে, কিছুদিন আগেই সুকেশ তাঁর আইনজীবীকে দিয়ে এই মর্মে একটি চিঠি পাঠিয়েছেন যে এই আর্থিক তছরুপের মামলার সঙ্গে জ্যাকলিনের কোনও যোগ নেই। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জ্যাকলিনের আইনজীবী দাবি করেন, জ্যাকলিন নির্দোষ ও আর্থিক তছরুপের মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে। নিজের সম্মানের জন্য জ্যাকলিন লড়াই করবেন।
আরও পড়ুন: Abir Chatterjee: ডেঙ্গিতে আক্রান্ত আবির চট্টোপাধ্যায়, বাড়িতেই চলছে চিকিৎসা
২০০ কোটি টাকা আর্থিক তছরূপের মামলায় ২২ অক্টোবর ছিল শুনানির দিন। গত সেপ্টেম্বরে আদালত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। আর ২২ অক্টোবর সেই জামিনের মেয়াদ ১০ নভেম্বর পর্যন্ত বাড়ায় পাতিয়ালা হাউস কোর্ট। আর্থিক প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগ থাকার দাবি তুলে ইডি একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে জ্যাকলিনকে। আর এবার ইডির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, অভিনেত্রী তাঁর মোবাইল ফোন থেকে সমস্ত তথ্য মুছে দিয়েছেন।
বিভিন্ন সূত্রে খবর, ইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে, জ্যাকলিন ফার্নান্ডেজ স্বীকার করেছেন যে তিনি তাঁর ফোন থেকে এই মামলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য মুছে দিয়েছেন। এছাড়াও অন্যান্য ব্যক্তিদেরও এই সংক্রান্ত সমস্ত তথ্য ফোন থেকে মুছে ফেলতে বলেছেন। তিনি বিদেশেও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। যদিও জ্যাকলিন ফার্নান্ডেজের পক্ষ থেকে কিংবা তাঁর মুখপাত্রের পক্ষ থেকে এই সংক্রান্ত কোনও বক্তব্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)