এক্সপ্লোর
Advertisement
লকডাউনে সলমনের ফার্মহাউসে থাকছেন জ্যাকলিন, বললেন, 'আমি কৃতজ্ঞ!'
লকডাউনে সলমন খানের ফার্মহাউসে থাকছেন জ্যাকলিন ফার্নান্ডেজ! জল্পনার অবসান ঘটিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী নিজেই। জানালেন, সত্যিই সলমনের ফার্মহাউসে থাকছেন তিনি। তবে সঙ্গে থাকছেন সলমনের কথিত বান্ধবী ইউলিয়া ভান্তুর। সেখানে রয়েছেন অন্যান্যরাও।
মুম্বই: লকডাউনে সলমন খানের ফার্মহাউসে থাকছেন জ্যাকলিন ফার্নান্ডেজ! জল্পনার অবসান ঘটিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী নিজেই। জানালেন, সত্যিই সলমনের ফার্মহাউসে থাকছেন তিনি। তবে সঙ্গে থাকছেন সলমনের কথিত বান্ধবী ইউলিয়া ভান্তুর। সেখানে রয়েছেন অন্যান্যরাও।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সলমনের পানভেলের ফার্মহাউসেই লকডাউন কাটাচ্ছেন তিনি। সেই সঙ্গে তিনি জানান, অভিনেতার কাছে তিনি কৃতজ্ঞ এর জন্য। ফার্মহাউসেই নাকি স্বাধীনভাবে লকডাউন কাটাচ্ছেন নায়িকা। ফার্মহাউসে থেকে নাকি নিরাপত্তায় রয়েছেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়ায় সলমনের একটি ছবিও শেয়ার করেছেন জ্যাকলিন। ছবিতে দেখা যায়, ফার্মহাউসের জিমেই শরীরচর্চা করছেন সলমন। সঙ্গে লেখেন, 'ভগবানপ্রদত্ত নাকি কঠিন চর্চার ফল? অনুরাগীরা সলমনকে যে জায়গাটা দিয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ।' ছবিটি অনুরাগীদের ভাগ করে নেন জ্যাকলিন।
জ্যাকলিন আরও জানান, পুরো পৃথিবী লড়াই করছে এক অতিমারীর সঙ্গে। তিনি যতটা সম্ভব এই লড়াইয়ে সাহায্য করেছেন। নিজের সাধ্যমতো অনুদান করার কথাও জানান জ্যাকলিন। আগামী দিনে 'অ্যাটাক' ছবিতে দেখা যাবে জ্যাকলিনকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement