Jagjit Singh Birthday: জগজিৎ সিংহের জন্মদিনে শুনুন সেরা পাঁচ গজল
বাহান্ন বছর আগে জলন্ধরের রেডিও স্টেশন থেকে শুরু হয়েছিল জগজিৎ সিংহের কেরিয়ার। তার আগে তিনি বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে গান গাইতেন। এক ঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক তাঁর সেরা কিছু গজলে।
মুম্বই: আজ জন্মদিন 'গজল সম্রাট' জগজিৎ সিংহের (Jagjit Singh) । বিভিন্ন ছবিতে তাঁর বহু অসাধারণ সমস্ত 'গজল' আজও মনে গেঁথে রয়েছে শ্রোতাদের। জানা যায়, বহু ছবির জন্য তিনি শুধু গজল গানইনি। সেই সমস্ত গজলে তিনি নিজেই সুর দিয়েছেন। আজ থেকে বাহান্ন বছর আগে জলন্ধরের রেডিও স্টেশন থেকে শুরু হয়েছিল জগজিৎ সিংহের কেরিয়ার। তার আগে তিনি বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে গান গাইতেন। আজ তাঁর জন্মদিনে (Jagjit Singh Birthday) এক ঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক তাঁর গাওয়া সেরা কিছু গজলে।
হোঁঠো সে ছু লো তুম - ১৯৮১ সালে মুক্তি পাওয়া 'প্রেম গীত' ছবিতে ব্যবহার হয়েছিল জগজিৎ সিংহের জনপ্রিয় গজল 'হোঁঠো সে ছু লো তুম'। পর্দায় বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রাজ বব্বর। গজলপ্রেমীদের তথা সমস্ত সঙ্গীতপ্রেমীদের কাছেই এই গান অত্যন্ত জনপ্রিয় হয়।
তুম ইতনা যো মুসকুরা রহে হো- ১৯৮২ সালে মুক্তি পাওয়া 'অর্থ' ছবির গান 'তুম ইতনা যো মুসকুরা রহে হো'। গানটি জগজিৎ সিংহ গেয়েছিলেন। তবে কথাগুলি লেখা ছিল জনপ্রিয় উর্দু কবি কাইফি আজমির। দর্শকের মনে গেঁথে থাকা এই গজলে পর্দায় দেখা গিয়েছিল শাবানা আজমি এবং রাজ কিরণকে।
আরও পড়ুন - Jagjit Singh Birthday: 'গজল সম্রাট' জগজিৎ সিংহের বিয়েতে কত টাকা খরচ হয়? রইল অজানা তথ্য
তুমকো দেখা তো ইয়ে খায়াল আয়া- স্ত্রী চিত্রা সিংহের সঙ্গে এই গজল গান জগজিৎ সিংহ। ১৯৮২ সালে মুক্তি পাওয়া 'সাথ সাথ' ছবির গান এটি। পর্দায় ফারুক শেখ ও দিপ্তী নভাল। জনপ্রিয় এই গান লিখেছেন বলিউডের আর এক জনপ্রিয় ব্যক্তিত্ব জাভেদ আখতার। যেকোনও প্রজন্মের মানুষের জন্যই অত্যন্ত রোম্যান্টিক এই গান।
হোসওয়ালো কো খবর কেয়া- বলিউড অভিনেতা আমির খানের জনপ্রিয় ছবি 'সারফারোশ'-এর এই গানের জনপ্রিয়তা সম্পর্কে যত বলা হয়, তা কমই হবে। পর্দায় আমির খান ও সোনালি বেন্দ্রে। ছবির সঙ্গে অন্যান্য গানগুলির মতো মারাত্মক জনপ্রিয় হয় এই গান। আজও বিভিন্ন অনুষ্ঠান থেকে বহু মানুষের মোবাইলে বেজে উঠতে শোনা যায়।
চিঠঠি না কোই সন্দেশ- 'হোঁঠো সে ছু লো তুম' অ্যালবামেরই আর এক জনপ্রিয় গান 'চিঠঠি না কোই সন্দেশ'।