Jai Bhim Controversy: 'জয় ভীম' ছবি বিতর্কের জের, পুলিশি নিরাপত্তা পেলেন দক্ষিণী অভিনেতা সূর্য
Jai Bhim Controversy: এরই মধ্যে সূর্য, পার্বতী অম্মল, যাঁর জীবনের ওপর নির্ভর করে ছবিটি তৈরি হয়েছে তাঁর জন্য ১৫ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটও করেছেন। এমনকী সেই সংক্রান্ত ব্যাঙ্কের নথিপত্রও দেখিয়েছেন তিনি।
চেন্নাই: সাম্প্রতিক সিনেমা 'জয় ভীম' নিয়ে দক্ষিণী অভিনেতা সূর্য এবং 'ভানিয়ার সঙ্গম'-এর সদস্যদের মধ্যে বিতর্ক সৃষ্টি হওয়ার পরে অভিনেতার বাড়িতে সম্পূর্ণ পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে। অভিযোগ এই ছবিতে ভানিয়ার সম্প্রদায়কে অপমান করা হয়েছে।
মঙ্গলবার রাতে, অভিনেতার টি নগরের বাড়ির চারপাশে ৫ সশস্ত্র পুলিশ অফিসারের দলকে নিরাপত্তা রক্ষার জন্য নিয়োগ করা হয়েছে।
এরই মধ্যে অভিনেতা সূর্য, পার্বতী অম্মল, যাঁর জীবনের ওপর নির্ভর করে ছবিটি তৈরি হয়েছে তাঁর জন্য ১৫ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটও করেছেন। এমনকী সেই সংক্রান্ত ব্যাঙ্কের নথিপত্রও দেখিয়েছেন তিনি।
মঙ্গলবার বিকেলে, পার্বতী অম্মল অভিনেতার সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে পৌঁছন। সঙ্গে ছিলেন মার্ক্সিস্ট কমিউনিস্ট পার্টির নেতারা, ছিলেন রাজ্য সভাপতি কে. বালাকৃষ্ণণ ও দলীয় নেতা গোবিন্দন, যিনি প্রথম থেকেই পার্বতী দেবীর সঙ্গে ছিলেন।
View this post on Instagram
পার্বতী অম্মলের নামে যে ১৫ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটের করেছেন সূর্য, তার মধ্যে ১০ লক্ষ টাকা তিনি নিজে দিয়েছেন এবং তাঁর প্রযোজনা সংস্থা, টুডি এন্টারটেইনমেন্ট, বাকি ৫ লক্ষ টাকা দিয়েছে।