Jamai Sashti: এলাহি আয়োজন, সাবেক রীতি মেনে জামাইষষ্ঠী পালন ইমন, দেবলীনা, ঈপ্সিতাদের বাড়িতে
Jamai Sashti Special: আজ জামাইষষ্ঠী। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ, বিশেষ এই দিনটায় জামাই আদরের আয়োজন করেন সাধারণ মানুষ
কলকাতা: আজ জামাইষষ্ঠী। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ, বিশেষ এই দিনটায় জামাই আদরের আয়োজন করেন সাধারণ মানুষ। আজ প্রথা মেনে জামাইষষ্ঠীর আয়োজন হয়েছিল সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) বাড়িতে। সমস্ত নিয়ম পালন করলেন ইমনের বাবা। প্রথা মেনে জামাই নীলাঞ্জনের সামনে সাজিয়ে দেওয়া হল পঞ্চব্যাঞ্জন।
এবিপি আনন্দকে ইমন বললেন, 'জামাইষষ্ঠীর ধারণাটার সঙ্গে নৈতিকভাবে কিছু কিছু জায়গায় মতপার্থক্য রয়েছে আমার। কিন্তু এটা একটা বাঙালি ঐতিহ্য। পরিবারের সবাই একসঙ্গে আসেন। খুব ভালো লাগে আমার তাই এই দিনটা।' নীলাঞ্জন জানালেন, সমস্ত পদের মধ্যে মাছের মাথা দিয়ে ডাল নাকি তাঁর সবচেয়ে প্রিয়। তাই দিয়ে নাকি এক হাঁড়ি ভাত খেয়ে নিতে পারেন নীলাঞ্জন।
হালকা সবুজ ঢাকাই জামদানি শাড়িতে সেজেছিলেন ইমন। গোলাপি পাঞ্জাবিতে নীলঞ্জন। সোশ্যাল মিডিয়ায় জামাইষষ্ঠীর ছবি ভাগ করেনও নিয়েছেন তাঁরা।
আজ বাড়িতে সংবাদমাধ্যমকে আমন্ত্রণ করেননি অভিনেত্রী নৃত্যশিল্পী দেবলীনা কুমার। বাড়িতেই ঘরোয়াভাবে আয়োজন হয়েছিল গৌরব চট্টোপাধ্যায়ের ( Gaurav Chatterjee) আপ্যায়নের। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন দেবলীনা। হাতপাখা দিয়ে হাওয়া করা থেকে শুরু করে সমস্ত সাবেক নিয়ম কানুনই পালন হয়েছে সেখানে। উপস্থিত ছিলেন দেবাশীষ কুমারও।
আরও পড়ুন: Rudrajit Exclusive: বাবার বাৎসরিক, ছিমছাম জামাইষষ্ঠী সেরেই পুরুলিয়ার ট্রেনে উঠলেন প্রমিতা-রুদ্রজিৎ
দিনের শেষে সোশ্যাল মিডিয়ায় জামাইষষ্ঠীর একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন দেবলীনা। সেখানে সপরিবারে দেখা গিয়েছে দেবলীনা আর গৌরবকে। ছাইরঙা পাঞ্জাবিতে সেজেছিলেন গৌরব। সোনালি ফ্রেমের চশমায় এবারারে সাবেকি ছোঁয়া। ডায়েট ভুলে খাওয়া দাওয়ায় মজলেন তিনি। বাদ গেলেন না দেবলীনাও। গৌরবের পাশে বসেই মায়ের রান্না চাখলেন তিনিও।
বিয়ের পরে এইবছর প্রথম জামাইষষ্ঠী অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের। যথাসময়ে স্ত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায়ের বাড়িতে হাজির হয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করে নিয়েছেন অভিনেত্রী। পঞ্জব্য়াঞ্জনে সাজানো থালা নিয়ে খেতে বসেছেন অর্ণব। ক্যাপশানে ঈপ্সিতা লিখেছেন, 'মুখার্জী বাড়ির জামাই'। এখনও সামাজিক রীতি মেনে বিয়ে সারেননি তাঁরা। তবে আইনি মতে বিয়ে সেরেছেন দুজনে।