Bollywood News: 'এরকম ভুল উপদেশ দেবেন না', পাপারাৎজিদের ধমক জাহ্নবী কপূরের
এই মাসের শুরুর দিকেই জাহ্নবী একটি নতুন ট্যাটু করিয়েছেন হাতে। তাতে লেখা, 'আমি তোমাকে ভালবাসি আমার লাব্বু'। তাঁর মা, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে উৎসর্গ করেই এই ট্যাটু তাঁর।
![Bollywood News: 'এরকম ভুল উপদেশ দেবেন না', পাপারাৎজিদের ধমক জাহ্নবী কপূরের Janhvi Kapoor Slams Paps For Asking Boney Kapoor to Remove COVID-19 Face Mask Galat Advice Mat Dijiye Bollywood News: 'এরকম ভুল উপদেশ দেবেন না', পাপারাৎজিদের ধমক জাহ্নবী কপূরের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/20/2fbc2c7685a870a18ba720377fcabdfe_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: প্রায়ই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন অভিনেত্রী জাহ্নবী কপূর। সম্প্রতি তাঁকে পাপারাৎজিরা ফ্রেমবন্দি করলেন বাবা বনি কপূরের সঙ্গে। মুম্বই বিমানবন্দরে পোজ দিতে দেখা গেল বাবা-মেয়েকে। ক্যামেরার সামনে এসে বনি কপূর মুখের মাস্ক খুলতে যেতেই জোর ধমক খেলেন মেয়ের কাছে। জাহ্নবীর কড়া বার্তা, মাস্ক খোলা যাবে না। অন্যদিকে, সেই শুনে চিত্রগ্রাহকদের বক্তব্য, 'কিছু হবে না।'
View this post on Instagram
কোভিড আবহে যে মেয়ের কড়া শাসনে রয়েছেন বাবা, তা বেশ বোঝা গেল এদিনের ভাইরাল ভিডিওয়। মাস্ক খুলতে যেতেই বকা খেলেন বাবা বনি কপূর। অন্যদিকে 'কিছু হবে না' বলে ধমক খেলেন ফটোগ্রাফাররাও। তাঁদের উদ্দেশ্যে জাহ্নবীর স্পষ্ট বক্তব্য, 'এরকম ভুল উপদেশ দেবেন না।' এরপর দু'জনেই তাঁরা ছবির জন্য পোজ দেন কিন্তু মাস্ক পরে। করোনা অতিমারী এখনও পুরোপুরি নির্মূল হয়নি, এমন অবস্থায় কোনও রিস্ক নিতে চান না অভিনেত্রী। বাবার স্বাস্থ্যের প্রতি নজর রাখাও নিজের কর্তব্য বলেই মনে করেন। ফলে মাস্ক খুলতে যেতেই বাবাকে সাবধান করেন তিনি। বাধ্য ছেলের মতো বনি কপূরও ফের মুখ ঢাকেন মাস্কে।
এরপর গাড়িতে ওঠার আগে পাপারাৎজিরা তাঁর নতুন ট্যাটু দেখতে চান। উত্তরে কী বললেন জাহ্নবী? তিনি বলেন, 'অনেক দেখেছেন। ইনস্টাগ্রামেই ছবি দিয়ে দিয়েছি।'
এই মাসের শুরুর দিকেই জাহ্নবী একটি নতুন ট্যাটু করিয়েছেন হাতে। তাতে লেখা, 'আমি তোমাকে ভালবাসি আমার লাব্বু'। তাঁর মা, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে উৎসর্গ করেই এই ট্যাটু তাঁর। শ্রীদেবীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে একটি আবেগঘন পোস্টও করেন জাহ্নবী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)