Jatugriho: প্রকাশ্যে 'জতুগৃহ'-র নতুন গান 'বরসে রে'-র ঝলক
প্রকাশ্যে নতুন ছবি 'জতুগৃহ'-র নতুন গানের প্রথম ঝলক। চলতি সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার মুক্তি পাবে 'জতুগৃহ'-র নতুন গান 'বরসে রে'। আজ সোশ্যাল মিডিয়ায় নতুন গানের ঝলক ভাগ করে নেন পরিচালক প্রযোজক।
কলকাতা: প্রকাশ্যে নতুন ছবি 'জতুগৃহ'-র নতুন গানের প্রথম ঝলক। চলতি সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার মুক্তি পাবে 'জতুগৃহ'-র নতুন গান 'বরসে রে'। আজ সোশ্যাল মিডিয়ায় নতুন গানের ঝলক ভাগ করে নেন পরিচালক প্রযোজক। জুবিন নৌটিয়ালের গাওয়া এই গান মুক্তি পাবে শনিবার।
'জতুগৃহ' অভিনয় করেছেন পায়েল সরকার, বনি সেনগুপ্ত (Bonny Sengupta), পিয়ালি চট্টোপাধ্যায় (Piyali Chatterjee), অংশু বাচ। ছবির পরিচালক সপ্তার্শ বসু ও প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়। এই ছবিতে বনির সঙ্গে জুটি বাঁধছেন পায়েল। প্রসঙ্গত, এই ছবিতে আগে কাজ করার কথা ছিল অনামিকার। কিন্তু পরবর্তীকালে সেই চরিত্রে পায়েল সরকার অভিনয় করবেন বলে শোনা যায়। আপাতত কেন্দ্রীয় নারী চরিত্রে রয়েছেন তিনিই।
ছবির শ্যুটিং হয়েছে কালিম্পং ও কলকাতায়। ছবিতে বনি হোটেল ম্যানেজার। পরিচালকের কথায়, বনির চোখ দিয়ে দর্শকেরা পুরো গল্প দেখবেন। টিম ‘জতুগৃহ’ জানিয়েছেন, ছবির পটভূমিকায় নিষাদগঞ্জ নামের এক জনপদ। সাইকো-হরর ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিতে তাঁর চরিত্র একজন চার্চের ফাদারের। তাঁর লুক প্রকাশ্যে আসতেই তা নজর কেড়েছিল।
ছবির ট্রেলারে চির পরিচিত 'টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার'-এর গুণগুণ ছাড়া শোনা যায়নি আর কিছুই। তবে ট্রেলারের ভিডিও বুঝিয়ে দিয়েছে এই ছবিতে ভৌতিক ছোঁয়া রয়েছে।
অন্যদিকে, প্রথম বিশ্বযুদ্ধের গল্প উঠে আসবে রুপোলি পর্দায়। নাহ, হলিউড কিম্বা বলিউড নয়, এই গল্প বলা হবে একেবারে খাঁটি বাংলায়। টলিউডে প্রথম বিশ্বযুদ্ধ আর সেই যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা কিছু ভারতীয়ের বীরগাথা বলবে সপ্তাশ্ব বসু (Saptaswa Basu) পরিচালিত ও রক্তিম চট্টোপাধ্যায় (Raktim Chatterjee) প্রযোজিত ছবি 'কিংবদন্তি' (Kimbadanti)।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুক। পোস্টারে সেনার পোশাকে বেশ কিছু মানুষকে দেখা যাচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে পরিচালক জানিয়েছিলেন, এই ছবিতে কাদের দেখা যাবে তাই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। l তবে ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে তিনজন অভিনেতা অভিনেত্রীর নাম। এবিপি লাইভকে সেই খবর জানিয়েছেন খোদ প্রযোজক।