Jawan Special Offer: এখনও 'জওয়ান' দেখেননি? জানেন কী একটি টিকিট কিনলে মিলছে আরেকটি ফ্রি টিকিট!
Film Jawan Special Offer: ১০০০ কোটির সাফল্যের পরে, অনুরাগীদের জন্য বিশেষ উদযাপনের ব্যবস্থা করেছে টিম 'জওয়ান'। আর সেটি হল, 'জওয়ান'-এর একটি টিকিট কাটলে অপরটি বিনামূল্যে পাওয়া যাবে
![Jawan Special Offer: এখনও 'জওয়ান' দেখেননি? জানেন কী একটি টিকিট কিনলে মিলছে আরেকটি ফ্রি টিকিট! Jawan Special Offer: After Jawan Rs 1022 crore haul Shah Rukh Khan announces Buy 1 Get 1 offer on film’s tickets Wholesome entertainment with the whole family Jawan Special Offer: এখনও 'জওয়ান' দেখেননি? জানেন কী একটি টিকিট কিনলে মিলছে আরেকটি ফ্রি টিকিট!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/28/93725f7c72224f1d36cee4ca5bdb78f7169586862468749_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: এখনও সিনেমাহলে গিয়ে দেখে উঠতে পারেননি শাহরুখ খান (Shah Rukh Khan), নয়নতারা (Nayantara), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), বিজয় সেতুপতি (Vijay Setupati) অভিনীত আর অ্যাটলি কুমার (Atlee Kumar) পরিচালিত 'জওয়ান' (Jawan)? তাহলে আপনার জন্য বিশেষ অফার নিয়ে এসেছেন খোদ শাহরুখ খান!
বিষয়টা একটু খুলে বলা যাক। ১০০০ কোটির সাফল্যের পরে, অনুরাগীদের জন্য বিশেষ উদযাপনের ব্যবস্থা করেছে টিম 'জওয়ান'। সোশ্যাল মিডিয়ায় ছবির তারকারা ভাগ করে নিয়েছেন সেই খবর। আর সেটি হল, 'জওয়ান'-এর একটি টিকিট কাটলে অপরটি বিনামূল্যে পাওয়া যাবে। 'জওয়ান' এই বিশেষ অফার চলবে ৩ দিনের জন্য। বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে এই অফার। বৃহস্পতি, শুক্র ও শনিবার চলবে এই অফার। তবে প্রেক্ষাগৃহে নয়, এই অফার শুধুমাত্র পাওয়া যাবে অনলাইনে টিকিট বুক করলে তবেই। পিভিআর, আইনক্স ও সিনেপলিসের সঙ্গে এই চুক্তি করা হয়েছে। অর্থাৎ কোনও সিঙ্গল স্ক্রিনে পাওয়া যাবে না এই অফার।
'জওয়ান' নিয়ে উন্মাদনা যে কতটা, তা এখনও বোঝা যাচ্ছে যে কোনও প্রেক্ষাগৃহে গেলেই। কলকাতা সহ বিভিন্ন শহর, এমনকি মফঃস্বলের প্রেক্ষাগৃহগুলিতেও ছুটির দিটে প্রায় অমিল টিকিট। এমন অনেকেই রয়েছেন, যাঁরা একবার 'জওয়ান' দেখে ফেলেছেন। দ্বিতীয় বা তৃতীয়বার এই ছবি দেখতে আসার দর্শকের সংখ্যাটাও কম নয়। আর তাঁদের কাঁধে ভর করেই 'জওয়ান' পেরিয়ে গিয়েছে বিশাল ব্যবসার লক্ষ্যমাত্রা।
View this post on Instagram
৭ সেপ্টেম্বর, জন্মাষ্টমীর আবহে বড়পর্দায় আসে 'জওয়ান'। প্রথম দিনেই ৭৫ কোটির ব্যবসা করে ছবিটি। প্রথম সপ্তাহের শেষে ৩৮৯ কোটি টাকা আয় করে এবং দ্বিতীয় সপ্তাহ শেষে সেই আয় পার করল ৫০০ কোটি টাকার গণ্ডি। 'জওয়ান' ভারতে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবির নিরিখে রয়েছে চতুর্থ স্থানে। তার আগে রয়েছে 'পাঠান', 'বাহুবলী: দ্য কনক্লুশন' ও 'গদর ২'। সম্প্রতি এই তালিকায় থাকা 'কেজিএফ ২'কে টপকে গেছে 'জওয়ান'। প্রসঙ্গত, 'জওয়ান' ছবির হাত ধরে বলিউডে পা রাখলেন তামিল তারকা নয়নতারা। এই প্রথম বলিউড ছবির পরিচালনা করলেন অ্যাটলি। ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা গেছে দক্ষিণের তারকা অভিনেতা বিজয় সেতুপতিকে। এছাড়া ক্যামিও চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তকে। অভিনয় করেছেন প্রিয়মণি, সানিয়া মলহোত্র, ঋধি ডোগরা, লেহর খান, গিরিজা ওক, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)