Jhara Palok Trailer: জীবনানন্দ দাশের চরিত্রে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুক্তি পেল 'ঝরা পালক' ছবির ট্রেলার
'ঝরা পালক' ছবিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu)। কবির স্ত্রী লাবণ্যের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান (Kaya Ahsan)
![Jhara Palok Trailer: জীবনানন্দ দাশের চরিত্রে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুক্তি পেল 'ঝরা পালক' ছবির ট্রেলার Jaya ahsan, bratya basu's movie jhara palok trailer launch Jhara Palok Trailer: জীবনানন্দ দাশের চরিত্রে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুক্তি পেল 'ঝরা পালক' ছবির ট্রেলার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/26/cd21372f3ff4fc3fdd4f64ba97f92486_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল 'ঝরা পালক' (Jhara Palok) ছবির ট্রেলার। কবি জীবনানন্দ দাশকে (Jibanananda Das) নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় (Sayantan Mukherjee)। 'ঝরা পালক' ছবিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu)। কবির স্ত্রী লাবণ্যের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশ তথা বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান (Kaya Ahsan)। ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের বিভিন্ন ক্যামেরাবন্দি মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন - Ankita Lokhande’s Wedding Reception: রিসেপশনের সাজে কি অনুষ্কা শর্মাকে নকল করলেন অঙ্কিতা?
দীর্ঘদিন পর ফের পর্দায় দেখা যাবে ব্রাত্য বসুকে। এবার তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী জয়া আহসান। 'ঝরা পালক' ছবিটি নিয়ে যে দর্শক ইতিমধ্যেই উচ্ছ্বসিত, তার প্রমাণ পাওয়া যাচ্ছে নেট দুনিয়ায়। শোনা যাচ্ছে, নতুন বছরে মুক্তি পেতে চলেছে এই ছবি। এছাড়াও আসন্ন কলকাতা চলচ্চিত্র উৎসবেও দেখানো হতে পারে ছবিটি। কবি জীবনানন্দ দাশের চরিত্রে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে দেখার জন্য উদগ্রীব অনুরাগীরা।
জয়া আহসান, ব্রাত্য বসু ছাড়াও পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের ছবি 'ঝরা পালক'এ বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার (Deb Shankar Halder), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee), কৌশিক সেন (Kousik Sen) প্রমূখ অভিনেতারা। এদিন নিদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবির ট্রেলার ও পোস্টার লঞ্চ অনুষ্ঠানের বিভিন্ন ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন জয়া আহসান। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে কালো পোশাকে নেট দুনিয়ায় ঝড় তোলেন অভিনেত্রী। প্রসঙ্গত, জয়া আহসানের বলিষ্ঠ অভিনয়ের সঙ্গে পরিচিত বাংলার দর্শক। তাই এই ছবিতেও তিনি যে অভিনয়ের বিশেষ ছাপ রেখে যাবেন, তা নিয়েও প্রত্যাশা তুঙ্গে। তার সঙ্গে বহুদিন পর পর্দায় দেখা মিলবে ব্রাত্য বসুর। সব মিলিয়ে 'ঝরা পালক'-এর মুক্তির অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। যদিও ছবিটি কবে মুক্তি পাবে, সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি নির্মাতাদের পক্ষ থেকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)