অমিতাভ-অভিষেকের পর, ডিজিটাল দুনিয়ায় পা রাখছেন জয়া বচ্চন
এবার ডিজিটাল ডেবিউ করতে চলেছেন জয়া বচ্চন। 'সাদাবাহার' নামে একটি সিরিজে অভিনয় করছেন অমিতাভ ঘরণী। ইতিমধ্যেই ডিজিটাল দুনিয়ায় পা রেখেছেন জয়ার পরিবারের আরও দুই সদস্য। স্বামী অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন কার করেছেন ওটিটি প্ল্যাটফর্মের জন্য। করোনা পরিস্থিতিতে বিনোদন দুনিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম। অক্ষয় কুমার থেকে শুরু করে বিদ্যা বালন, অনেক অভিনেতা অভিনেত্রীই ছবি মুক্তির জন্য বেছে নিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মকে। এবার পালা অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়ার।
মুম্বই: এবার ডিজিটাল ডেবিউ করতে চলেছেন জয়া বচ্চন। 'সাদাবাহার' নামে একটি সিরিজে অভিনয় করছেন অমিতাভ ঘরণী। ইতিমধ্যেই ডিজিটাল দুনিয়ায় পা রেখেছেন জয়ার পরিবারের আরও দুই সদস্য। স্বামী অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন কার করেছেন ওটিটি প্ল্যাটফর্মের জন্য। করোনা পরিস্থিতিতে বিনোদন দুনিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম। অক্ষয় কুমার থেকে শুরু করে বিদ্যা বালন, অনেক অভিনেতা অভিনেত্রীই ছবি মুক্তির জন্য বেছে নিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মকে। এবার পালা অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়ার।
গত বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল 'সাদাবাহার' এর কাজ। এরপর করোনার বাড়বাড়ন্তের কারণে বন্ধ হয়ে যায় শ্যুটিং। মহারাষ্ট্র সরকার করোনা প্রতিরোধে লকডাউনের ঘোষণা করে। এর ফলে বাধ্য হয়েই পিছিয়ে দিতে হয়েছিল শ্যুটিং। আপাতত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় কিছুটা কড়াকড়ি কমেছে লকডাউনের। ফের চালু করা হয়এছে শ্যুটিংও। অন্য অনেক ছবির মতই জোরকদমে চলছে 'সাদাবাহার'-এর শ্যুটিং। মূলত মুম্বইয়ের বিভিন্ন জায়গায় চলছে এই ছবির শ্যুট।
অর্জুন কপূর ও করিনা কপূর 'কি অ্যান্ড কা' ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন জয়া। এরপর ৫ বছর রুপোলি পর্দা থেকে দূরে জয়া। এখন ডিজিটাল ডেবিউ করেই অভিনয়ে ফিরছেন তিনি। সূত্রের খবর, একজন প্রভাবশালী মহিলার চরিত্রেই অভিনয় করবেন জয়া।
অমিতাভ-জয়ার বৈবাহিক সম্পর্ক থেকে পর্দার রসায়ন, সবকিছুতেই চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছেন তাঁরা। দীর্ঘ বৈবাহিক জীবন একসঙ্গে কাটিয়ে অমিতাভ জয়া এখনও কাপেল গোল দেন অনেককেই। রুপোলি পর্দা থেকে দীর্ঘদিন দূরে ছিলেন জয়া। আপাতত রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন তিনি। অন্যদিকে এখনও রুপোলি পর্দায় রঙিন অমিতাভ। সোশ্যাল মিডিয়ায় হামেশাই বিভিন্ন পুরনো ছবি শেয়ার করে স্মৃতিচারণ করেন অভিনেতা। চলতি মাসের ৩ তারিখ ছিল অমিতাভ জয়ার বিবাহবার্ষিকী। সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের পুরনো ছবি শেয়ার করে অমিতাভ লিখেছিলেন, '১৯৭৩ সালে আজকেরই দিনে। সবাইকে শুভকামনার জন্য ধন্যবাদ।