Jayeshbhai Jordaar: দুর্বল শুরু, প্রথমদিন কত টাকার ব্যবসা করল 'জোয়েসভাই জোরদার'?
বহু টাকা খবর করে প্রচার করলেও প্রথমদিন উল্লেখযোগ্য ব্যবসা করতে পারল না 'জোয়েসভাই জোরদার' (Jayeshbhai Jordaar)।
মুম্বই: গতকাল মুক্তি পেয়েছে রণবীর সিংহের নতুন ছবি 'জোয়েসভাই জোরদার'। ছবি মুক্তির আগে একাধিক মাধ্যমে প্রচার করেছেন অভিনেতা। কখনও তাঁকে ছবির প্রচারে দেখা গিয়েছে আইপিএলের মঞ্চে। আবার কখনও অন্য কোনও শো-তে। কিন্তু বহু টাকা খবর করে প্রচার করলেও প্রথমদিন উল্লেখযোগ্য ব্যবসা করতে পারল না 'জোয়েসভাই জোরদার'।
'জোয়েসভাই জোরদার' ছবির প্রথমদিনের বক্স অফিস কালেকশন-
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রণবীর সিংহের 'জোয়েসভাই জোরদার' ছবির প্রথমদিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্টের মাধ্যমেই জানা গিয়েছে, প্রথমদিন মাত্র ৩.২৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। শুরুটা দুর্বল হলেও নির্মাতাদের লক্ষ্য আগামীদিনে বক্স অফিসে কেমন প্রভাব ফেলতে পারে এই ছবি।<
>
আরও পড়ুন - Alia Bhatt: বিয়ের একমাস পূর্তি, রণবীরের সঙ্গে অদেখা রোম্যান্টিক ছবি দিলেন আলিয়া
প্রসঙ্গত, এখনও পর্যন্ত ছবির গল্পের বিষয়ে যা জানা গিয়েছে, পুরুষতান্ত্রিক সমাজে বাস করেন জোয়েসভাই। তাঁর স্ত্রী দ্বিতীয়বার কন্যাসন্তানের জন্ম দেওয়ার আগে গর্ভপাতের জন্য চাপ দেন বাবা-মা। সেই সময় স্ত্রীর পাশে দাঁড়ান জোয়েসভাই। এই ছবির গল্প যেমন মানুষকে ভাবায়, তেমনই মানুষকে আকর্ষণও করে। এই ছবিতে নাটকীয় দৃশ্য, মজার উপাদানও আছে। এই ছবিতে রণবীরের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শালিনীকে। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ছবিতে দেখা গিয়েছে শালিনীকে। তিনি মডেলিংও করেন। রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন বোমান ইরানি। তিনি বরাবরের মতোই দুর্দান্ত অভিনয় করেছেন। রণবীরের মায়ের ভূমিকায় দেখা যাবে রত্না পাঠক শাহকে। তিনিও ফের শক্তিশালী অভিনয়ের ছাপ রেখেছেন। ‘জোয়েসভাই জোরদার’-এর পরিচালক দিব্যাঙ্গ ঠক্কর। এটাই তাঁর প্রথম ছবি।