Jeh Ali Khan Selfie Debut: 'লাইটস, ক্যামেরা, ন্যাপটাইম', প্রকাশ্যে করিনা-পুত্র জে-র ছবি
সম্প্রতি মলদ্বীপ থেকেই সদ্যজাত জেহ-র সঙ্গে সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন করিনা কপূর খান।
মুম্বই: বলিউডের বেবো করিনা কপূর খান নিজে ক্যামেরায় কতটা সাবলীল তা অনুরাগীদের অজানা নয়। তিনি কী খাচ্ছেন, কোথায় ঘুরতে যাচ্ছেন, বাড়িতে থাকাকালীন সইফ আলি খান কী করছেন, বড় ছেলে তৈমুরকে ব্রেকফাস্টে কতটা স্বাস্থ্যকর খাবার খাওয়াচ্ছেন, সবই তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিতে ভালোবাসেন। তার পাশাপাশি নেটাগরিকরা অভিনেত্রীকে সেলফি কুইনও আখ্যা দিয়েছেন। বিভিন্ন মুডে সেলফি তুলতে ভালোবাসেন করিনা। তাই তাঁর সন্তানরাও যে সেলফি প্রিয় হবে, তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই আমরা তাঁর প্রথম সন্তান তৈমুর আলি খানকে ক্যামেরার সামনে বিভিন্ন পোজ দিতে দেখে ফেলেছি। এবার সেলফিতে আত্মপ্রকাশ হল তাঁর দ্বিতীয় সন্তান জেহ আলি খানেরও।
ছোটে নবাব এবং হ্যান্ডসাম হাজব্যান্ড সেফ আলি খানের জন্মদিন সেলিব্রেট করতে ইতিমধ্যেই মলদ্বীপে উড়ে গিয়েছেন করিনা। সেখানেই আপাতত ছুটি কাটাচ্ছেন তাঁরা। সম্প্রতি সেখান থেকেই সদ্যজাত জেহ-র সঙ্গে সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন করিনা কপূর খান। ছবিতে দেখা যাচ্ছে, নায়িকার বুকে মাথা রেখে ঘুমিয়ে রয়েছে ছোট্ট জেহ। চোখে সানগ্রাস এবং কালো পোশাকে একইরকম মোহময়ী করিনা। মায়ের কোলে শুয়ে থাকা জেহ-র ছবি দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, 'লাইটস, ক্যামেরা, ন্যাপটাইম'। প্রসঙ্গত, সদ্যই গিয়েছে সইফ আলি খানের জন্মদিন। স্বামীর ৫১ তম জন্মদিন সেলিব্রেট করতে মলদ্বীপে ছুটির মেজাজে করিনা কপূর খান। সঙ্গে দুই সন্তান। তৈমুর এবং জেহ। সেফ আলি খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে করিনা লেখেন, 'তোমার সঙ্গে আমি অনন্তকাল থাকতে চাই'।
কিছুদিন আগেই করিনা কপূর জানান, গর্ভবতী অবস্থায় শ্যুটিং করছিলেন, তার উপর করোনা অতিমারীর প্রকোপ, তাই 'লাল সিং চাড্ডা' ছবির শ্যুটিং চলাকালীন গোটা সময়টা নিজের ডাক্তারের সঙ্গে টানা যোগাযোগে ছিলেন অভিনেত্রী। তাঁর কথায়, তিনি নাকি ডাক্তারকে ঘন ঘন নানা ধরণের প্রশ্নও করতেন।