Jhund: সংলাপ নয়, সুরেই বাজিমাত, প্রকাশ্যে অমিতাভের 'ঝুন্ড'-এর টিজার
মুক্তির দিন ঘোষণা হয়েছিল আগেই। আজ মুক্তি পেল অমিতাভ বচ্চন অভিনীত 'ঝুন্ড'-এর টিজার। ১ মিনিট ৩৬ সেকেন্ডের ট্রেলারে কোনও সংলাপ নেই। শুধু মিউজিক আর অভিব্যক্তি।
মুম্বই: মুক্তির দিন ঘোষণা হয়েছিল আগেই। আজ মুক্তি পেল অমিতাভ বচ্চন অভিনীত 'ঝুন্ড'-এর টিজার। ১ মিনিট ৩৬ সেকেন্ডের ট্রেলারে কোনও সংলাপ নেই। শুধু মিউজিক আর অভিব্যক্তি।
ভারতীয় সিনেমায় বেশ কিছু আইকন রয়েছেন যাঁদের অবদান অতুলনীয়। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হলেন এমনই একজন কিংবদন্তি যিনি তাঁর অনুকরণীয় পারফর্ম্যান্স দিয়ে আমাদের অভিভূত করে চলেছেন। ফলে বিগ বির (Big B) আগামী ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে। তাঁর 'কামব্যাক' ছবি 'ঝুন্ড' (Jhund)। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে ছবির মুক্তির তারিখ। আর মাত্র ১ মাসের অপেক্ষা। ৪ মার্চ মুক্তি পাচ্ছে 'ঝুন্ড'। ছবির ঘোষণার পর থেকেই শিরোনামে ছিল এই স্পোর্টস ড্রামা (Sports Drama)।
সম্প্রতি ফিল্ম অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় 'ঝুন্ড'-এর মুক্তির তারিখ ঘোষণা করেন। তিনি লেখেন, 'অমিতাভ বচ্চন: 'ঝুন্ড' আসছে ৪ মার্চ ২০২২... অমিতাভ বচ্চন ও 'সাইরাট' পরিচালক নাগরাজ মঞ্জুলের প্রথম একসঙ্গে কাজ।'
করোনার কারণে, বহুবার সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে দিতে হয়েছিল। তবে অবশেষে, অমিতাভ বচ্চনকে আবার অ্যাকশনে দেখার সময় এসেছে! অমিতাভ বচ্চন ছাড়াও, এনজিও বস্তি ফুটবলের প্রতিষ্ঠাতা বিজয় বারসের জীবনের উপর ভিত্তি করে 'ঝুন্ড' নামে এই স্পোর্টস ড্রামা তৈরি হয়েছে।
নিজের ট্যুইটার হ্যান্ডলে বিগ বিও ছবির মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছেন। 'ঝুন্ড' ছাড়াও বেশ কিছু কাজ রয়েছে অমিতাভ বচ্চনের হাতে। রণবীর কপূর ও আলিয়া ভট্টের সঙ্গে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে দেখতে পাওয়া যাবে। এছাড়া অজয় দেবগণ ও রকুলপ্রীত সিংহের সঙ্গে 'রানওয়ে ৩৪' ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে।