(Source: ECI/ABP News/ABP Majha)
John Abraham: 'ধুম'-এ ফিরছেন জন আব্রাহাম, বিশেষ চরিত্রে দেখা মিলতে পারে কিং খানেরও
John Abraham: দর্শকের মনে থাকবে 'ধুম'-এর শেষ দৃশ্য় যেভাবে দেখানো হয়েছিল তাতে বোঝার উপায় ছিল না যে জনের চরিত্রটি মারা গেছে না পালিয়ে গেছে।
কলকাতা: যশরাজ ব্য়ানারের ছবি 'ধুম' নিয়ে দর্শকের উন্মাদনা সবসময়ই উর্দ্ধমুখী। এই ফ্র্যাঞ্চাইজির প্রতিটি ছবিই সুপারডুপার হিট। আর এবার শোনাযাচ্ছে নতুন খবর। বলিউডের খবর অনুযায়ী, 'ধুম' ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্বে ফের দেখা মিলতে চলেছে জন আব্রাহামের (John Abraham)। এখানেই শেষ নয়। সূত্রের খবর, এই ছবিতে প্রধান খলনায়কের চরিত্রে দেখা মিলতে পারে শাহরুখ খানের।
গুজব শোনা যাচ্ছে, এই বছরের শুরুর দিকে জন আব্রাহাম (John Abraham) 'পাঠান'-এ তাঁর অভিনয়ের ছাঁচ ভেঙেছেন। যা বেশ পছন্দ করেছেন দর্শক। নেগেটিভ চরিত্রে তাঁর অভিনয় তাক লাগিয়ে দিয়েছিল দর্শককে। তাই আরও একবার যশ রাজ ফিল্মস জনকে নেতিবাচক চরিত্রে কাস্ট করতে চাইছে।
দর্শকের মনে থাকবে 'ধুম'-এর শেষ দৃশ্য় যেভাবে দেখানো হয়েছিল তাতে বোঝার উপায় ছিল না যে জনের চরিত্রটি মারা গেছে না পালিয়ে গেছে। ফলে এই ছবিতে নতুন ভাবে জন আব্রাহামকে আবিষ্কার করবেন দর্শক একথা বলাই যায়।
আরও পড়ুন...
Side Effects Of Oranges : গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?
উল্লেখ্য়, 'পাঠান'-এর পরে, সাজিদ খানের সঙ্গে একটি ছবির কাজ করার কথা ছিল জনের (John Abraham)। এই ছবিতে জনের সঙ্গে দেখতে পাওয়ার কথা ছিল, নোরা ফতেহি (Nora Fatehi), শেহনাজ গিল (Shehnaaz Gill), রীতেশ দেশমুখ (Ritesh Deshmukh)-কে। তবে এই ছবিতে জনের চরিত্রে ছিল কমেডি চরিত্র। আর তাই, সেই ছবিতে কাজ করতে চাননি জন। আর সেই কারণেই ছবির কথা পায় পাকা হয়ে যাওয়ার পরেও সাজিদের সঙ্গে কাজ করতে চাইছেন না জন।
আরও পড়ুন...
Acidity After Workout: শরীরচর্চার পরেই অ্যাসিডিটি হচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?
শুধু সাজিদ খানের এই ছবিটি নয়, জন নাকি ইয়ামলা পাগলা দিওয়ানা ২ (Awara Pagal Deewana 2) ছবিটিও করতে চাইছেন না যশ। সেই ছবিতেও কমিক চরিত্রে অভিনয় করার কথা ছিল জনের (John Abraham)। সেই ছবিটিও করতে চাননি জন। তবে এর আগে একাধিকবার জন প্রমাণ করে দিয়েছেন, তিনি যথেষ্ট ভাল অ্যাকশন হিরো। ধুম-এর মতো একাধিক ছবিতে তিনি বার বার প্রমাণ করেছেন, পর্দায় অ্যাকশন দৃশ্য করতে তিনি যথেষ্ট সাবলীল। আর তাই, সম্ভবত কমেডি ছবি ছেড়ে অ্যাকশ ঘরানাতেই মন দিতে চাইছেন জন।