এক্সপ্লোর
Advertisement
জুনিয়র এনটিআর-কে চেনেন না বলায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলড অভিনেত্রী মীরা চোপড়া, পুলিশে অভিযোগ দায়ের
মীরা ট্যুইটারে জুনিয়র এনটিআরকে ট্যাগ করে লেখেন, অভিনেতা মহেশকে বেশি পছন্দ হওয়ায় তাঁকে পর্নস্টার বলা হবে ভাবতে পারেননি।
নয়াদিল্লি: জুনিয়র এনটিআর-কে চেনেন না বলে জানিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হলেন অভিনেত্রী মীরা চোপড়া।
ট্যুইটারে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন নামী দক্ষিণী অভিনেত্রী মীরা। সেখানেই এক ভক্ত তাঁকে অনুরোধ করেন, জুনিয়র এনটিআর-কে নিয়ে কিছু বলুন। যাতে মীরার জবাব ছিল, ‘আমি ওকে চিনি না। ওর ভক্তও নই।’
এই উত্তরে ক্ষিপ্ত হয়ে পড়েন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর-এর ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই আক্রমণ করেন মীরাকে। অভিনেত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল শব্দপ্রয়োগও শুরু হয়।
মীরাও অবশ্য মৌনব্রত নেননি। বরং তিনি হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন। তাঁকে কটূক্তি করা কয়েকটি পোস্টের স্ক্রিনশটও তিনি পুলিশের কাছে জমা দিয়েছেন। এরপর মীরা ট্যুইটারে জুনিয়র এনটিআরকে ট্যাগ করে লেখেন, অভিনেতা মহেশকে বেশি পছন্দ হওয়ায় তাঁকে পর্নস্টার বলা হবে ভাবতে পারেননি। ‘এরকম ভক্তদের জন্য তুমি খুশি তো? কারও ভক্ত নই বলে আক্রান্ত হতে হবে ভাবিনি,’ ট্যুইট করেন মীরা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement