Varun Dhawan: 'বিয়ের পর সব বদলে যায়...' কেন এমন বললেন বরুণ?
গতবছর দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বরুণ ধবন (Varun Dhawan)। সদ্যই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড তারকা নিজের বিয়ের ছবি পোস্ট করেছেন।
মুম্বই: বলিউড অভিনেতা বরুণ ধবনের (Varun Dhawan) সাম্প্রতিক পোস্ট দেখে চিন্তায় পড়ে গিয়েছেন অনুরাগীরা। সম্প্রতি নিজের বিয়ের ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, 'বিয়ের পর সব বদলে যায়।' আর তাতেই নেট নাগরিকরা কমেন্ট বক্সে উদ্বেগ প্রকাশ করে জানতে চেয়েছেন যে, তাহলে কি তাঁর বিবাহিত জীবনে কোনও সমস্যা দেখা দিল?
বরুণ ধবনের পোস্ট-
গতবছর দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বরুণ ধবন। সদ্যই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড তারকা নিজের বিয়ের ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে অগ্নিকে সাক্ষী রেখে স্ত্রী নাতাশার হাতে হাত রেখে সাতপাক ঘুরছেন তিনি। ছবি পোস্ট করে বরুণ লেখেন, ''আপনারা সকলে এই দিনে আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। তার জন্য ধন্যবাদ। কিন্তু, আমি আপনাদের আশীর্বাদ ফের পেতে চাই। কারণ, বিয়ের পর সব বদলে যায়। অভিনেতার এই পোস্ট দেখেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের। যদিও এই পোস্টে একটি টুইস্টও রয়েছে। নিজের পোস্টের শেষে তিনটি জে লিখে হ্যাশট্যাগ দিয়েছেন বরুণ ধবন। তাতে বোঝা যাচ্ছে, এই ইঙ্গিতমূলক পোস্ট আসলে তাঁর আগামী ছবি 'যুগ যুগ জিও'র (Jug Jug Jio) প্রোমোশনাল পোস্ট।
আরও পড়ুন - Ismart Jodi: দেব নাকি রুক্মিণী, কে কার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলেন পলক না ফেলে?
প্রসঙ্গত, গত বেশ কিছুদিন ধরে 'যুগ যুগ জিও' ছবির অভিনেতারা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ে সংক্রান্ত নানা ছবি পোস্ট করছেন। নীতু কপূর পোস্ট করেছেন ঋষি কপূরের সঙ্গে তাঁর বিয়ের ছবি। অনিল কপূর পোস্ট করেছেন তাঁর স্ত্রী সুনীতা কপূরের সঙ্গে বিয়ের ছবি। কিয়ারা আডবাণী আবার তাঁর বাবা-মায়ের বিয়ের ছবি পোস্ট করেছেন। আর এবার নিজের বিয়ের ছবি পোস্ট করলেন বরুণ ধবন। সমস্ত পোস্টেই একটা বিষয় কমন। প্রত্যেকেই ক্যাপশনে লিখেছেন, 'বিয়ের পর সব বদলে যায়।' আসলে এটি রাজ মেহতার পরবর্তী ছবি 'যুগ যুগ জিও'র প্রোমোশনের জন্য। যে ছবিতে অভিনয় করছেন এঁরা সকলেই।
অন্যদিকে, বরুণ ধবনকে শীঘ্রই দেখা যাবে একাধিক ছবিতে। 'ভেড়িয়া', 'যুগ যুগ জিও', 'বাওয়াল' এবং আরও বেশ কিছু ছবি রয়েছে তাঁর হাতে।
অন্যদিকে, বরুণ ধবনকে শীঘ্রই দেখা যাবে একাধিক ছবিতে।