Kajal Aggarwal: 'মিষ্টি খুদে জিনিস'-এর ছবি পোস্ট সদ্য মা হওয়া কাজল আগরওয়ালের
Kajal Aggarwal Update: এর আগে মাতৃদিবস উপলক্ষ্যে একরত্তির সঙ্গে নিজের নতুন মাতৃত্বের কথা শেয়ার করে পোস্ট করেন অভিনেত্রী। ছেলেকে একপ্রকার খোলা চিঠি লিখেছিলেন।
নয়াদিল্লি: সদ্য মা হয়েছেন অভিনেত্রী কাজল আগরওয়াল (Kajal Aggarwal)। 'সিঙ্ঘম' অভিনেত্রী জন্ম দিয়েছেন পুত্র সন্তানের। কাজল আগরওয়াল ও গৌতম কিচলুর ছেলের নাম নীল কিচলু (Neil Kitchlu)। এবার ছেলের মিষ্টি ছবি পোস্ট করলেন কাজল।
মা হয়েছেন কাজল
চলতি বছরের এপ্রিল মাসে অভিনেত্রী কাজল আগরওয়াল তাঁর জীবনের এই নতুন অধ্যায়ের সূচনা করেন। জীবনের নতুন সফর শুরু করে খুবই উচ্ছ্বসিত কাজল। এদিন পুঁচকে সন্তানের পায়ের একটি ছবি পোস্ট করে লেখেন, 'সবচেয়ে মিষ্টি খুদে জিনিস ('the sweetest tiny things')।'
শুক্রবার নিজের ট্যুইটার হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন কাজল। সেখানে ছেলের পুঁচকে পা ধরে ছবি পোস্ট করতে দেখা গেল অভিনেত্রীকে। খুদে পায়ে 'এভিল আই' অ্যাঙ্কলেটও চোখে পড়বে।
The sweetest (tiny) things 😍 pic.twitter.com/0zJHhkLEOC
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) June 10, 2022
এর আগে মাতৃদিবস উপলক্ষ্যে একরত্তির সঙ্গে নিজের নতুন মাতৃত্বের কথা শেয়ার করে পোস্ট করেন অভিনেত্রী। ছেলেকে একপ্রকার খোলা চিঠি লিখেছিলেন।
আরও পড়ুন: 5 Years Of 'Raabta': 'রাবতা'র পাঁচ বছর, বিশেষ পোস্টে সুশান্তকে স্মরণ কৃতীর
View this post on Instagram