Kajol Bhola Review: সপরিবারে 'ভোলা' দেখতে এলেন কাজল, কেমন লাগল তাঁর এই ছবি?
Bholaa: আজই মুক্তি পেল অজয় দেবগণের ছবি 'ভোলা'।
কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল অজয় দেবগণের ছবি 'ভোলা'। আর বুধবার পরিবার ও বন্ধুবান্ধদের জন্য় এই ছবির একটি স্পেশাল স্ক্রিনিং-এর আয়োজন করেছিলেন অজয়। সেখানেই পুত্র যুগ ও মা তনুজাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন কাজল। আর তারপরই নিজের ইন্সটা স্টোরিতে রিভিউ লিখলেন অভিনেত্রী। তাঁর কথায়, এই ছবি 'মাস্ট ওয়াচ'। পাশাপাশি এই ছবিকে 'সম্পূর্ণ পয়সা ভসুল' বলেও দাবি করেন অভিনেত্রী। ছবিটি তাঁর এতটাই ভাল লেগেছে যে, গোটা ছবি জুড়ে তিনি হাততালি দিয়ে গেছেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, ৬ মার্চ মুক্তি পেয়েছিল এই ছবির ট্রেলার। এই ছবির হাত ধরে চতুর্থ ছবির পরিচালনা করলেন অজয় দেবগণ। এই ছবি এক অকুতোভয় বাবার গল্প বলছে যে তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য যা খুশি করতে পারে। এই ছবিতে অবশ্যই দেখা যাবে মাস মহারাজ অজয় দেবগণকে। সেই সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তব্বু (Tabbu), বিনীত কুমার (Vineet Kumar), গজরাজ রাও (Gajraj Rao), সঞ্জয় মিশ্র (Sanjay Mishra), দীপক ডোব্রিয়ল ও অমলা পাল। ছবিটি পুরোপুরি অ্যাকশন ঘরানার। 'ভোলা' বাইরে থেকে একজন যোদ্ধা ও ভিতর থেকে একজন রক্ষক। মুখ্য খলনায়কের চরিত্রে দেখা যাবে দীপক ডোব্রিয়ল। ধূসর চরিত্রের পুলিশ হিসেবে দেখা যাবে সঞ্জয় মিশ্রকে।
আরও পড়ুন...
তামিল ছবিতে 'এক্সট্রা' হিসেবে কাজ, সেই টাকা দিয়ে প্রথম পোর্টফোলিও করেছিলেন দিয়া মির্জা
সম্প্রতি এই ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে, অজয় দেবগন জানিয়েছিলেন, এই ছবিতে নায়ক ভিলেনের চেয়েও পাগল। কারন, 'ভোলা' চরিত্রটি এমন কেউ নয় যে সহজে ভয় পায় কারণ সে জানে কিভাবে মৃত্যুর সঙ্গে খেলতে হয়। যে কোনো ধরনের মারাত্মক চ্যালেঞ্জের জন্য ভোলা সবসময় প্রস্তুত।
এর আগে, এই ছবি নিয়ে অজয় দেবগণ বলছিলেন, 'আমার মনে হয়. আমার কোনও কথা বলার আগে মানুষের নিজেদের ছবিটা দেখা উচিত, অ্যাকশন দেখা উচিত, অনুভব করা উচিত। ছবির বিষয়বস্তুর মধ্যে দিয়ে একেবারে বাস্তবচিত্রকে তুলে ধরা হয়েছে। গ্রামীণ ভারতের একটা চিত্র ফুটে উঠবে ছবির মধ্যে দিয়ে। ছবির অ্যাকশন দৃশ্যগুলো ভীষণ চটজলদি ও নিখুঁত। সেইসঙ্গে সমস্ত অ্যাকশনকে বিশ্বাসযোগ্য করে তোলারও চেষ্টা করা হয়েছে। আমি নিজে অনেক অ্যাকশন করেছি। আমি আমার বাবা ভীরু দেবগণের কাছে অ্যাকশনের প্রস্তুতি নিতাম একসময়। এই ধরণের স্টান্ট করার চ্যালেঞ্জ নিতে আমি ভালবাসি।'