Kajol Update: অসংখ্য শুভেচ্ছাবার্তায় আপ্লুত কাজল, ভিডিও পোস্টে ধন্যবাদ নায়িকার
জন্মদিনে ফ্যানেদের উপচে পড়া ভালবাসা ও অগুন্তি শুভেচ্ছাবার্তা পেয়ে তিনি কতটা আপ্লুত তা জানিয়েই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিডিও পোস্ট করেছেন নায়িকা।
মুম্বই: বৃহস্পতিবার ৫ অগাস্ট ৪৭ বছরে পা দিয়েছেন বলি অভিনেত্রী কাজল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। জন্মদিনে ফ্যানেদের উপচে পড়া ভালবাসা ও অগুন্তি শুভেচ্ছাবার্তা পেয়ে তিনি কতটা আপ্লুত তা জানিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিডিও পোস্ট করেছেন নায়িকা।
কাজলের জন্মদিনে সিনে জগতের একাধিক তারকা শুভেচ্ছা জানান। যাঁদের মধ্যে করিশ্মা কাপুর, রীতেশ দেশমুখ, করিনা কাপুর খানের নাম রয়েছে। 'মাই নেম ইজ খান'-খ্যাত অভিনেত্রীর জন্মদিন উদযাপন করতে তাঁর অনুরাগীরা 'হ্যাপি বার্থডে কাজল' হ্যাশট্যাগ ট্রেন্ড করেন।
ইনস্টাগ্রাম ভিডিওয় পর্দার সিমরণকে বেশ উচ্ছ্বসিত দেখায়। কাজলকে জন্মদিনে এক অনুরাগী বার্থডে কেক পাঠিয়েছেন, তাঁর নাম উল্লেখ করে ধন্যবাদ দেন নায়িকা। এছাড়াও প্রত্যেক অনুরাগী ও শুভাকাঙ্খীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর জন্মদিনটি স্মরণীয় করে তোলার জন্য।
'অনেক ধন্যবাদ, ড. ফাজ়, আপনি যা করেছেন তা সত্যিই প্রশংসনীয়। আমার প্রত্যেক অনুরাগীকে ধন্যবাদ। প্রত্যেকের সুন্দর শুভেচ্ছাবার্তার জন্য ধন্যবাদ। এত ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ,' ভিডিওবার্তা আপ্লুত কাজলের।
ভিডিওর ক্যাপশনে নায়িকা লিখেছেন, 'গতকালের এত উপচে পড়া ভালবাসায় আমি ডুবে গেছি... শুধু সকলকে বিশাল বড় ধন্যবাদ দেওয়ার মতো অবস্থায় এসেছি।'
স্ত্রীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেন অভিনেতা অজয় দেবগণ। না দেখা ছবি, তার সঙ্গে দারুণ ক্যাপশন। কাজল তো বটেই, অজয় দেবগনের পোস্ট দেখে বিগলিত হয়েছেন নেটিজেনরাও। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কাজলের সঙ্গে একটা না দেখা ছবি পোস্ট করেন অজয়। সঙ্গে ক্যাপশন লেখেন, 'দীর্ঘদিন আমার মুখে হাসি ফুটিয়ে চলেছ তুমি। শুভ জন্মদিন প্রিয়তমা কাজল। তোমার দিনটাও ততটাই বিশেষ করে তুলতে চাই, ঠিক যতটা বিশেষ তুমি আমার কাছে।'
কিংবদন্তি বলিউড অভিনেত্রী তনুজার মেয়ে কাজল ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন নিজের অভিনয়ের জোরে। নিজের কেরিয়ারে এতটা ছাপ ফেলেছেন যে, কাজল বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হয়ে উঠেছেন। তাঁর জন্মদিন তাই স্পেশ্যাল করে তুলতে উদ্যত হন তাঁর অসংখ্য ফ্য়ানেরা।