Tanuja Birthday Update: মা তনুজার জন্মদিন কীভাবে সেলিব্রেট করলেন দুই কন্যা কাজল ও তনিশা?
মায়ের জন্মদিন উপলক্ষে তাঁর দুই কন্যা কাজল এবং তনিশার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রমাণ পাওয়া যাচ্ছে সেলিব্রেশনের
মুম্বই: আজ ২৩ সেপ্টেম্বর। আজ জন্মদিন বলিউডের অন্যতম কিংবদন্তি অভিনেত্রী তনুজার (Tanuja)। মায়ের জন্মদিন উপলক্ষে তাঁর দুই কন্যা কাজল (Kajol) এবং তনিশার (Tanisha) সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রমাণ পাওয়া যাচ্ছে সেলিব্রেশনের। যদিও প্রায়শই তাঁর দুই মেয়ে তথা বলিউড অভিনেত্রী কাজল এবং তনিশার সোশ্যাল মিডিয়া হ্যান্ডল জুড়ে দেখা যায় মায়ের সঙ্গে বেড়াতে যাওয়া থেকে খুনসুটির ছবি। এবারও মায়ের জন্মদিনে আবেগপ্রবণ হয়ে পড়লেন 'কভি খুশি কভি গম' অভিনেত্রী কাজল।
আরও পড়ুন - PV Sindhu on Deepika: যদি দীপিকা পাড়ুকোন ব্যাডমিন্টন খেলতেন, তাহলে তী হত? জানাচ্ছেন পিভি সিন্ধু
'মাই নেম ইজ খান' অভিনেত্রী কাজল তাঁর মা তনুজাকে প্রিয় বন্ধু এবং জীবনের কোচ হিসেবে ডেকে থাকেন। এদিন সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন। পাশাপাশি এটাও বলেন যে, এমন মায়ের মেয়ে হিসেবে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তনুজার জন্মদিন উপলক্ষে একটি ভিডিও শেয়ার করেছেন কাজল। তনুজাকে কাজল 'তেরি মেরি ক্রেজি ওম্যান' ও বলে থাকেন মজা করে। এদিন জন্মদিনের শুভেচ্ছা জানানোর সঙ্গে তাঁকে একই ঢঙে 'তেরি মেরি ক্রেজি ওম্যান'ও বলেন। ভিডিওর ক্যাপশনে কাজল লেখেন, 'আমার জীবনের একেবারে আসল তেরি মেরি ক্রেজি ওম্যান। চিয়ারলিডার থেকে জীবনের কোচ আর আমার প্রিয় বন্ধু। তোমার মেয়ে হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। মা তোমাকে খুব ভালোবাসি। শুভ জন্মদিন।' কাজলের পোস্ট করা এই ভিডিওতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন - Khatron Ke Khiladi 11: কে জিতলেন 'খতরো কে খিলাড়ি'র ট্রফি? মৌনী রায়ের পোস্টে ফাঁস বিজয়ীর নাম
কাজলের মতো তনিশাও ইনস্টাগ্রামে মায়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, 'হ্যাপি হ্যাপি বার্থ ডে। সেলিব্রেশন চলবে।' এছাড়াও একাধিক ছবি এবং ভিডিও পোস্ট করেছেন দুই বোন। মায়ের জন্মদিনে তাঁরা যে চুটিয়ে আনন্দ করছেন, তা তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই বোঝা যাচ্ছে।