'Kalki 2898 AD': শাহরুখের 'জওয়ান'কে পিছনে ফেলে প্রথম সপ্তাহান্তে নতুন রেকর্ড প্রভাসের 'কল্কি ২৮৯৮ এডি'র
Box Office Collection: ২০২৩ সালে পরপর মুক্তি পায় শাহরুখ খানের (Shah Rukh Khan) তিন তিনটি ছবি। তার অন্যতম 'জওয়ান' (Jawan)। প্রভাসের 'কল্কি ২৮৯৮ এডি' এবার ভাঙল সেই ছবির রেকর্ড।
নয়াদিল্লি: অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), প্রভাস (Prabhas), কমল হাসান (Kamal Haasan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অভিনীত 'কল্কি ২৮৯৮ এডি' (Kalki 2898 AD) চলছে প্রেক্ষাগৃহে। প্রথম সপ্তাহান্তে কেমন ব্যবসা করল এই ম্যাগনাম ওপাস? রবিবারের ব্যবসার নিরিখে কোন নয়া রেকর্ড গড়ল এই ছবি? প্রথম সপ্তাহান্তে সবচেয়ে বেশি ব্যবসা করা ভারতীয় ছবি 'কল্কি ২৮৯৮ এডি'।
'জওয়ান'-এর রেকর্ড ভাঙল 'কল্কি ২৮৯৮ এডি'
২০২৩ সালে পরপর মুক্তি পায় শাহরুখ খানের (Shah Rukh Khan) তিন তিনটি ছবি। তার অন্যতম 'জওয়ান' (Jawan)। প্রভাসের 'কল্কি ২৮৯৮ এডি' এবার ভাঙল সেই ছবির রেকর্ড। বলিউড হাঙ্গামার হিসেব অনুযায়ী, ২৮৬.১৬ কোটি টাকা আয়ের পাশাপাশি প্রথম সপ্তাহান্তে ভারতের সবচেয়ে বেশি ব্যবসা করা ভারতীয় ছবি ছিল। কিন্তু এবার সেই শিরোপা উঠল 'কল্কি ২৮৯৮ এডি'র মাথায়।
মুক্তির পর চতুর্থ দিনে, অর্থাৎ প্রথম রবিবারই 'জওয়ান' ছবির রেকর্ড ভাঙে এই ছবি। স্যাকলিঙ্কের রিপোর্ট অনুযায়ী, রবিবার রাত ১০.২০ পর্যন্ত ভারতীয় বক্স অফিসে 'কল্কি ২৮৯৮ এডি' ছবির আয় ছিল ৩০০.৬ কোটি টাকা। যদিও এটি প্রথম সপ্তাহের আয়ের পরিমাণ। কিন্তু ভবিষ্যতে মোট আয়ের পরিমাণ বদলে দিতে পারে গোটা দৃশ্যপট।
শুধু 'জওয়ান'ই নয়, এই ছবি পিছনে ফেলেছে 'পাঠান' ছবিকেও। প্রথম সপ্তাহান্তে দেশের বক্স অফিসে 'জওয়ান' ছবির পর সবচেয়ে বেশি ব্যবসা করা ছবি হিসেবে দ্বিতীয় স্থানে ছিল শাহরুখ খানের 'পাঠান'। এই ছবির প্রথম সপ্তাহান্তের রেকর্ড আয় ছিল ২৮০.৭৫ কোটি টাকা। অর্থাৎ একইসঙ্গে 'পাঠান' ও 'জওয়ান' ছবির রেকর্ড ভাঙল প্রভাস, দীপিকা, অমিতাভের 'কল্কি ২৮৯৮ এডি'।
প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান ও দীপিকা পাড়ুকোন অভিনীত 'কল্কি ২৮৯৮ এডি' হিন্দি, তামিল, তেলুগু সহ মোট ৫ ভাষায় মুক্তি পেয়েছে ২৭ জুন। বিশ্বজুড়ে এই ছবি প্রথম দিনে ১৯১ কোটি টাকার কিছু বেশি ব্যবসা করে। এর মধ্যে ভারতেই এই ছবি ৯৫.৩ কোটি টাকার ব্যবসা করে প্রথম দিনে।
আরও পড়ুন: AR Rahman: ভারতের জয়ে উচ্ছ্বসিত, রোহিত-বাহিনীকে বিশেষ উপহার রহমানের
আবার দ্বিতীয় দিনে ছবির আয় নিম্নমুখী হয় প্রায় ৩৯.৫৬ শতাংশ। তা সত্ত্বেও রেকর্ড আয় করে এই ছবি। ভারতে এই ছবি দ্বিতীয় দিনে ৫৭.৬ কোটি টাকা আয় করে। তৃতীয় দিনে অর্থাৎ শনিবার, আয়ের পরিমাণ বাড়তে দেখা যায়। ভারতীয় বক্স অফিসে এদিন আয়ের পরিমাণ হয় ৬৪.৫ কোটি টাকা। রবিবার এই ছবির চতুর্থ দিন ও প্রথম সপ্তাহান্তের শেষ দিন ছিল। চতুর্থ দিনে সেই ব্যবসার পরিমাণ অনেকটাই বেড়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত ছিল ৮৩.২ কোটি টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।