AR Rahman: ভারতের জয়ে উচ্ছ্বসিত, রোহিত-বাহিনীকে বিশেষ উপহার রহমানের
AR Rahman Song: সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে অনবদ্য ম্যাচ খেলে জয় ছিনিয়ে আনল রোহিত বাহিনী, তাঁদের জন্যই গান বাঁধলেন রহমান
কলকাতা: শনিবার.. ক্রিকেটপ্রেমীদের কাছে স্বপ্নের রাত। ভারতের টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপের ট্রফি জয়ের রাত। মাঠে রোহিত শর্মা (Rohit Sharma) যখন প্রথমবার হাতে নিলেন ট্রফিটা, উচ্ছ্বাসে ফেটে পড়েছিল গোটা দেশ। তারপরে বিরাট কোহলি (Virat Kohli).. রাহুল দ্রাবিড় (Rahul Dravid).. ট্রফি যতবারই হাত বছর হচ্ছিল, যেন উচ্ছ্বাসে ফেটে পড়ছিল গোটা দেশের মানুষ। সোশ্যাল মিডিয়া যেন এদিন 'ব্লিড ব্লু' থিমে সেজেছিল। কোথাও আবার তেরঙা পতাকা। আর সেই উচ্ছাসের রেশ ছুঁয়ে গেল এ আর রহমান (AR Rahman)-কে।
টিম ইন্ডিয়ার জন্য একটি বিশেষ গান বাঁধলেন অস্কার-জয়ী এই কম্পোজ়ার। সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে অনবদ্য ম্যাচ খেলে জয় ছিনিয়ে আনল রোহিত বাহিনী, তাঁদের জন্যই গান বাঁধলেন রহমান। ৩০ জুন নিজের ইউটিউব চ্যানেলে এই গানটি প্রকাশ করেন এ আর রহমান। গানটির নাম, 'টিম ইন্ডিয়া হ্যায় হাম'। ভারতের 'মেন ইন ব্লু' কেই একটি সুর উপহার দিলেন রহমান। এই ভিডিওতে দেখা যাচ্ছে অক্ষয় কুমারকে। এই গানটি মূলত 'ময়দান' ছবিরই। সেই গানটিকেই ভারত জয়ের পরে নতুন আঙ্গিকে বেঁধেছেন রহমান।
Celebrating India’s #T20IWorldCup win 🏆. Enjoy our #TeamIndia song performance 😍🇮🇳
— A.R.Rahman (@arrahman) June 30, 2024
🔗 ➡️ https://t.co/RXPZM2S0aP@BCCI
শনিবার বার্বাডোজ়ে রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে (IND vs S Africa) হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-২০ ক্রিকেটে (T20 World Cup 2024) বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। শাপমুক্তি হয়েছে এমন এক দ্বীপপুঞ্জে, যেখানে ১৭ বছর আগে কলঙ্কিত হয়েছিল ভারতীয় ক্রিকেট। ২০০৭ সালে ওয়ান ডে (ODI) বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে। ঘটনাচক্রে, সেই দলের অধিনায়ক ছিলেন যিনি, সেই রাহুল দ্রাবিড় শনিবার ছিলেন টিম ইন্ডিয়ার কোচের ভূমিকায়।
এই বিশ্বকাপ হাতে নিয়ে, দ্রাবিড়েরও যেন যন্ত্রণামুক্তি হল। এই ম্যাচে, টি-২০ বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ স্কোর তুলেছিল ভারত। আর দক্ষিণ আফ্রিকা আটকে গিয়েছিল ১৬৯/৮ স্কোরে। স্টেডিয়াম জুড়ে বাজতে থাকল চক দে ইন্ডিয়া...
আরও পড়ুন: Sushmita Sen: 'মনে হয়েছিল সব কিছু শেষ...', কঠিন সময়ের স্মৃতি হাতড়ালেন সুস্মিতা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।