এক্সপ্লোর
গর্ভাবস্থার ছবি পোস্ট করলেন কাল্কি কোয়েচলিন, জানালেন, সমাজের চাপে তাড়াহুড়ো করে বিয়ে করবেন না
কাল্কি ২০১১-য় বিয়ে করেন অনুরাগ কাশ্যপকে। ২ বছর পর তাঁদের ডিভোর্স হয়ে যায়। এখন তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা।

মুম্বই: মা হতে চলেছেন কাল্কি কোয়েচলিন। অনাগত সন্তানের বাবা তাঁর প্রেমিক গাই হার্শবার্গ। গাই ইজরায়েলের নাগরিক, পেশায় ধ্রূপদী পিয়ানো বাদক। কাল্কি ২০১১-য় বিয়ে করেন অনুরাগ কাশ্যপকে। ২ বছর পর তাঁদের ডিভোর্স হয়ে যায়। এখন তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই ছবিটি।
৩৫ বছরের কাল্কির সন্তান হবে ডিসেম্বরে। সন্তান জন্মের জন্য তাঁর পছন্দের জায়গা গোয়া। কবে গাইকে বিয়ে করবেন কাল্কি? তিনি জানিয়েছেন, সন্তানের অধিকার ও জাতীয়তা সংক্রান্ত কিছু কারণে বিয়ের কথা ভাবছেন তাঁরা। কিন্তু সামাজিক চাপে তাড়াহুড়ো করে বিয়ে করার ইচ্ছে নেই তাঁর। যখন মনে হবে এবার বিয়ে করা উচিত, তখন করবেন। তবে বিয়ে হবে রেজিস্ট্রি করে, থাকবেন শুধু পরিবারের লোকেরা।
ওয়েব সিরিজ ভ্রম-এ কাজ করেছেন কাল্কি। পাশাপাশি নারকোন্ডা পারভাই ছবির মাধ্যমে তামিল চলচ্চিত্রে পা রেখেছেন তিনি। এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে আরও একটি ওয়েব সিরিজ। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















