Kamal Haasan Health: হাসপাতালে ভর্তি কমল হাসান
হাসপাতালে ভর্তি করতে হল জনপ্রিয় অভিনেতা কমল হাসানকে। সূত্রের খবর, জ্বরের কারণে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
নয়াদিল্লি: হাসপাতালে ভর্তি করতে হল জনপ্রিয় অভিনেতা কমল হাসানকে (Kamal Haasan)। সূত্রের খবর, প্রবল জ্বর রয়েছে তাঁর শরীরে। জ্বরের কারণেই দ্রুত চেন্নাইয়ের একটি বেসরকারী হাসপাতালে তাঁকে ভর্তি (Kamal Haasan Hospitalized) করতে হয়।
জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কমল হাসান-
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বুধবার প্রবল জ্বরের কারণে চেন্নাইয়ের রামচন্দ্র মেডিকেল সেন্টারে ভর্তি করা হয় জনপ্রিয় অভিনেতা কমল হাসানকে। চিকিতসকেরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে জানিয়েছেন যে, তাঁকে এখন বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে। কমল হাসানের অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক পোস্ট করছেন তাঁরা। তার সঙ্গে অভিনেতার দ্রুত সুস্থতাও কামনা করছেন তাঁরা।
প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে তিনি করোনা আক্রান্ত হন। সে সময়ও তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। অনুরাগীদের উদ্দেশে তিনি নিজের টুইটার হ্যান্ডলে লেখেন যে, আমেরিকা সফর থেকে ফেরার পর তাঁর সামান্য কাশি, সর্দি দেখা দেয়। এরপরই তিনি করোনার (Covid19) পরীক্ষা করান। এবং রিপোর্ট পজেটিভ আসে। করোনায় আক্রান্ত হওয়ার পরই তিনি হাসপাতালে আইসোলেশনে রয়েছেন বলেও জানান। এবং পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে সুরক্ষিত থাকার পরামর্শও দেন। গত বছর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চলতি বছর ফের জ্বরের কারণেই হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে। অনুরাগীদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করছেন যে, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।
আরও পড়ুন - Fatima Sana Shaikh: আমির কন্যা ইরা ও তাঁর হবু স্বামীকে 'বিরক্তিকর' বললেন ফতিমা! পেলেন জবাবও
অন্যদিকে, কিছুদিন আগেই তিনি তাঁর মেন্টর, ছবি নির্মাতা কে বিশ্বনাথের সঙ্গে দেখা করেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেই ছবিও পোস্ট করেন। হায়দরাবাদের বাড়িতে গিয়ে মেন্টরের সঙ্গে দেখা করেন অভিনেতা। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে কমল হাসান লেখেন, 'কে বিশ্বনাথ স্যরের সঙ্গে তাঁর বাড়িতে দেখা করলাম। অনেক অনেক স্মৃতি মনে পড়ছে। নস্টালজিক হয়ে পড়ছি। অনেক শ্রদ্ধা ওঁকে।' কমল হাসানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'বিক্রম' ছবিতে। এই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করেন বিজয় সেতুপতি এবং ফওয়াদ ফাসিলের সঙ্গে। ছবিটির বাজেট ছবি ১৫০ কোটি টাকা। আর এই ছবি বক্স অফিসে আয় করে ৫০০ কোটি টাকারও বেশি। কমল হাসানকে শীঘ্রই দেখআ যাবে একাধিক ছবিতে। রকুলপ্রীত সিংহ, কাজল আগরওয়ানের সঙ্গে একটি ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে।