Kanchan-Sreemoyee Marriage: বিয়ের ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত কটাক্ষ-ট্রোলিং, কী জবাব দিলেন কাঞ্চন-শ্রীময়ী?
Kanchan Mallick and Sreemoyee Chottoraj Faced Trolling: কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্কের পথ কোনোদিনই মসৃণ ছিল না। তাঁদের সম্পর্কের কথা কখনোই প্রকাশ্যে স্বীকার করেননি কেউই।
কলকাতা: আইনি বিয়ে সেরেছিলেন ১৪ ফেব্রুয়ারি, সেই ছবি প্রকাশ্যে এল ১৯ ফেব্রুয়ারি মধ্যরাতে। সোশ্যাল মিডিয়ায় আইনি বিবাহের ছবি শেয়ার করে নিলেন শ্রীময়ী চট্টোরাজ (Sreemoyee Chottoraj)। ভালবাসার দিনে তৃণমূলের সাংসদ অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)-এর সঙ্গে আইনি বিবাহ সেরেছেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই একদিকে যেমন শুভেচ্ছা, ভালবাসা পেয়েছেন, তেমনই শিকার হতে হয়েছে চূড়ান্ত কটাক্ষেরও।
কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্কের পথ কোনোদিনই মসৃণ ছিল না। তাঁদের সম্পর্কের কথা কখনোই প্রকাশ্যে স্বীকার করেননি কেউই। তবে ফিল্মি পার্টি থেকে শুরু করে ছবির শ্যুটিং.. সবসময়েই কাঞ্চনের সঙ্গে দেখা যেত শ্রীময়ীকে। তবে কখনোই নিজেদের প্রেমিক প্রেমিকা বলে পরিচয় দেননি কাঞ্চন-শ্রীময়ী। বিধায়ক-অভিনেতা তুলনামূলকভাবে চুপ থাকলেও, শ্রীময়ী বলেছিলেন, তিনি কাঞ্চনের ভরসা হয়েই থাকতে চান। তবে এর আগে, তিনি সর্বদাই বিধায়ককে উল্লেখ করতেন 'কাঞ্চনদা' বলে।
আজ সোশ্যাল মিডিয়ার পোস্টে অবশ্য প্রেমের ইস্তেহার শ্রীময়ীর। আর সেখানে দাদা নয়, 'মিস্টার মল্লিক' বলে কাঞ্চনকে উল্লেখ করেছেন তিনি। তবে সহকর্মী-বন্ধুরা শুভেচ্ছাবার্তা জানালেও নেটিজেনদের একাংশ বিরূপ প্রতিক্রিয়া পোষণ করেছেন নবদম্পতিকে নিয়ে। অনেকে লিখেছেন, 'গুজব সত্যি হল'। অনেকে আবার লিখেছেন, 'টাকা আর রাজনৈতিক ক্ষমতা থাকতে সবই হয়।' অনেকেই আবার শ্রীময়ী আক্রমণ করেছেন কুৎসিত ভাষায়। তবে সেই সমস্ত কটাক্ষের অবশ্য জবাব দেননি শ্রীময়ী বা কাঞ্চন কেউই। তাঁরা ব্যস্ত নিজেদের নতুন জীবন উপভোগ করতে।
আজ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে শ্রীময়ী লিখেছেন, 'জীবনে একবারই এমন মানুষ আসে, যে তোমার মন গলিয়ে দেবে। যাকে দেখলে পেটের মধ্যে প্রজাপতি উড়ছে বলে মনে হয়। যার সামনে দাঁড়ালে তোমার হাঁটু কেঁপে যায় অনায়াসে। জীবনে এমন মানুষ খুব কম পাওয়া যায়, যে তোমার জীবনের সমস্ত ভাল ও খারাপে তোমার সঙ্গে থাকবে। এমন মানুষ পাওয়া খুব কঠিন, যে তোমার জীবনে এসে জীবনকে আলোকিত করে তোলে। এমন মানুষ যদি তোমার জীবনে আসে, তাকে যত্ন করো, ভালবাসো, আগলে রাখো, যতটা যত্ন যে প্রত্যাশা করে.. ততটাই তাঁকে দাও। তুমি আমার ভালবাসা মিস্টার মল্লিক।'
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।