Kanchan Mallick: এই বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, পছন্দের সঙ্গীকে নিয়ে মাথা উঁচু করে বাঁচব
Kanchan Mallick and Sreemoyee Chottoraj: এই বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল কাঞ্চন মল্লিকের কাছে? প্রশ্নটা শুনে হেসে ফেললেন কাঞ্চন। বললেন, 'আমার তো জীবনটাই চ্যালেঞ্জ। প্রত্যেকের জীবনই চ্যালেঞ্জট
কলকাতা: এই বছরটা ফিরে দেখলে তাঁদের জীবনে অনেক ওঠাপড়া এসেছে। কিন্তু যদি প্রশ্ন করা হয়, এই বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল, তবে তাঁদের কাছে গোছানো উত্তর রয়েছে। ২০২৪ কেমন কাটল তাঁদের? বিয়ে থেকে শুরু করে সন্তান, ফেলে আসা বছরকে ঘুরে দেখতে গিয়ে অকপট কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)।
এই বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল কাঞ্চন মল্লিকের কাছে? প্রশ্নটা শুনেই হেসে ফেললেন কাঞ্চন। বললেন, 'আমার তো জীবনটাই চ্যালেঞ্জ। অবশ্য প্রত্যেকের জীবনই চ্যালেঞ্জ। সবটাই চ্যালেঞ্জ। তবে আমার কোথাও মনে হয়েছে, মাথা উঁচু করে, নিজের মতো করে, নিজের পছন্দের সঙ্গীকে সঙ্গে করে বাঁচব। সেটাই ছিল আমাদের ২০২৪-এর চ্যালেঞ্জ।' শ্রীময়ী বলছেন, 'আমার কাছে চ্যালেঞ্জ বলতে ছিল, একজন বিবাহিত পুরুষকে যখন কোনও মেয়ে ভালবাসি.. একজন বিবাহিত পুুরুষের যদি একজন বান্ধবী থাকে, তাঁকে নিয়েও অনেক কাটাছেঁড়া করা হয়। যেটা আমাদের নিয়েও হয়েছে, হচ্ছে, হবেও। কিন্তু সেখান থেকে যখন সম্পর্কের একটা পরিণাম দেওয়া হয়, সম্পর্কটা যখন পরিণতি পায়, সেটা একটা মেয়ের কাছে অনেক বড় প্রাপ্তি। আর ২০২৪ এ আমার কাছে আরও একটা বড় চ্যালেঞ্জ হল মাতৃত্ব। কথায় বলে, নারী, সবই পারি। ৯ মাসের একটা সফর, একটা মাতৃত্ব সেটা একটা আলাদা অনুভূতি। কোনও নারীকে যদি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা হয়, আমার মনে হয় মাতৃত্ব ছাড়া সবটাই বৃথা। আমার কাছে মাতৃত্বটা ২০২৪-এর সেরার সেরা চ্যালেঞ্জ।'
এমন কোন জিনিস যার পুনরাবৃত্তি চান না আগামী বছরে? কাঞ্চনকে উত্তর দিতে না দিয়েই শ্রীময়ী বলে উঠলেন, 'এত ট্রোল, এত মিম... কাঞ্চনের পা সরু করে তাকে তীরচিহ্ন দিয়ে দেওয়া, কাঞ্চন কেন নিয়ন গ্রীন প্যান্ট পড়েছে.. এগুলো আর দেখতে চাই না। এত তো দেখলাম। আর কেন!' কাঞ্চন এবার সুযোগ পেয়ে বললেন, 'আগামী বছর এটাই চাইছি, শিশুটাকে ছেড়ে দিন। ওকে একটু সুস্থ পরিবেশে বড় হতে দিন। ওকে নিয়ে আর টাকাছেঁড়া করবেন না। আর আমাদের ছেড়ে দিন।'
আরও পড়ুন: Jesmine Roy: 'মালাবদল' ধারাবাহিকে নতুন মুখ, অভিনেত্রীর চরিত্রে পা রাখছেন জ্যাসমিন!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।